সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সবচেয়ে জনপ্রিয় ভোটকুশলী তিনি। যদিও এবার সক্রিয় রাজনীতির পথে হাঁটা শুরু করেছেন প্রশান্ত কিশোর। এই পরিস্থিতিতে তিনি জানালেন, কোনও রাজনৈতিক দলের হয়ে ভোটকুশলীর কাজ করার জন্য নির্বাচন পিছু একশো কোটি টাকা টাকা নেন তিনি! তাঁর দাবি, দেশের দশটি রাজ্যে এই মুহূর্তে যে সরকার চলছে তা আসলে তাঁরই তৈরি করে দেওয়া কৌশলের ফলশ্রুতি।
কেন হঠাৎ জনসমক্ষে নিজের ‘ফি’ নিয়ে সরব হলেন তিনি? আসলে আগামী ১৩ নভেম্বর বিহারের চার বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। সেখানে লড়বে প্রশান্ত কিশোরের দল। পরের বছর বিহারের বিধানসভা নির্বাচনই তাঁর ‘পাখির চোখ’। এই পরিস্থিতিতে বেলাগঞ্জে এক জনসভায় তিনি বলেন, অনেকেই তাঁর কাছে জানতে চান দল চালানোর খরচ তিনি কোথা থেকে জোগাড় করেন। আর এই প্রসঙ্গেই নিজের ভোটকুশলী হিসেবে রোজগারের অঙ্ক সকলকে জানান তিনি।
তাঁকে বলতে শোনা যায়, ”আপনারা কি মনে করেন আমার প্রচারের তাঁবু খাটানোর খরচের অর্থও আমার কাছে নেই? আপনারা ভাবেন আমি দুর্বল? বিহারে আমার মতো ফি নেওয়ার কথা কেউ শোনেননি। যদি কোনও নির্বাচনে আমি পরামর্শ দিই তাহলে সেজন্য ১০০ কোটি নিই। কখনও এরও বেশি। আগামী দুই বছরে আমি আমার সব প্রচারের খরচ চালাতে পারি কেবল একটি নির্বাচনী পরামর্শের টাকা থেকেই।”
প্রসঙ্গত, বিহারের উপনির্বাচনে ইমামগঞ্জ, বেলাগঞ্জ, রামগড় ও তারারি কেন্দ্রে ভোট। সব কটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে কিশোরের দল। ভোটের ফলপ্রকাশ ২৩ নভেম্বর। এই মুহূর্তে জোরকদমে চলছে প্রচার। আর সেই প্রচারে বেরিয়েই নিজের অবাক করা ফি-এর অঙ্ক প্রকাশ্যে আনলেন দেশের সবচেয়ে জনপ্রিয় ভোটকুশলী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.