Advertisement
Advertisement
Lok Sabha election 2024

লোকসভায় কত আসন পাবে বিজেপি? ভোট শেষের কয়েক ঘণ্টা আগে ‘এক্সিট পোল’ প্রশান্ত কিশোরের

ভোটপর্ব চলাকালীন পিকের ভবিষ্যদ্বাণী নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে জাতীয় রাজনীতিতে।

Prashant Kishor predicted hours before Lok Sabha election exit poll 2024
Published by: Subhajit Mandal
  • Posted:June 1, 2024 2:41 pm
  • Updated:June 1, 2024 2:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha election 2024) শেষ দফা ভোট চলাকালীনই নিজস্ব ‘এক্সিট পোল’ ঘোষণা করে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। পিকে আরও একবার দাবি করলেন, ২০১৯ সালে বিজেপি যে আসন নিয়ে ক্ষমতায় এসেছিল, চব্বিশেও সেই আসন কমার বিশেষ সম্ভাবনা নেই। উনিশের মতো এবারেও অন্তত ৩০৩ আসন পাবে গেরুয়া শিবির। কিছু বেশিও হতে পারে।

এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেছেন, “আমার হিসাব অনুযায়ী বিজেপি (BJP) আগের বারের সমান আসন পেয়েই ক্ষমতায় ফিরছে। হয়তো সামান্য বেশি কিছু আসন পেতে পারে। পশ্চিম বা উত্তর ভারতে বিজেপির আসন সংখ্যায় খুব বেশি হেরফের হবে বলে মনে হয় না। তাছাড়া পূর্ব এবং দক্ষিণ ভারতে এবার গেরুয়া শিবির বাড়তি সমর্থন পাচ্ছে।” পিকের দাবি, তেলেঙ্গানা, অন্ধ্র, কেরল এবং তামিলনাড়ুতে বিজেপি নিজেদের উপস্থিতি এবার প্রবলভাবে জানান দিচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্র হিমাচলের তাশিগাঁও, ভোটার কত?

দিন কয়েক আগেই প্রশান্ত কিশোর বলেছিলেন, এক দশকে প্রথমবার বড়সড় চ্যালেঞ্জের মুখে ‘ব্র্যান্ড মোদি’। স্রেফ প্রধানমন্ত্রীর মুখ দেখে আর ভোট দিচ্ছেন না সাধারণ মানুষ। বরং সরকারের বিরুদ্ধে চরম অসন্তোষ রয়েছে। যদিও একই সঙ্গে তিনি বলছেন, এত কিছুর পরও ২০২৪-এ মোদির ক্ষমতায় ফেরা নিয়ে সংশয় নেই। ৪০০ আসনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও শ’তিনেক আসন বিজেপি ঠিকই পাবে।

[আরও পড়ুন: ‘এটা স্রেফ ট্রেলার’, GDP বৃদ্ধির হার নিয়ে উচ্ছ্বসিত মোদি]

ভোটপর্ব চলাকালীন তাঁর সেই ভবিষ্যদ্বাণী নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে জাতীয় রাজনীতিতে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, পিকে কেন হঠাৎ ভোট চলাকালীন সওয়াল করলেন বিজেপির পক্ষে? তাহলে কি জনমত প্রভাবিত করার চেষ্টা করছিলেন ভোটকুশলী? পিকে বুঝিয়ে দিলেন, স্রেফ হাওয়া তোলার জন্য নয়, তিনি আগে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেটাতেই এখনও অনড়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement