Advertisement
Advertisement
'ফোর্বস' ম্যাগাজিনে প্রশান্ত কিশোর

‘ফোর্বস’-এর সেরা ২০ প্রভাবশালীর তালিকায় প্রশান্ত কিশোর, মহুয়া মৈত্র

তালিকায় পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, তরুণ বাম নেতা কানহাইয়া কুমারও।

Prashant Kishor, Mohua Moitra in top 20 future powerful people in Forbes Magazine
Published by: Sucheta Sengupta
  • Posted:January 7, 2020 4:06 pm
  • Updated:January 7, 2020 9:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের ফলাফল এদিক থেকে ওদিকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। ভোটের রাজনীতিটা তাঁর চেয়ে ভাল বোঝেন খুব কম ব্যক্তি। তাই ভরাডুবি থেকে ফিরতে অনেক রাজনৈতিক দলই তাঁর সাহায্য নেন। এই মুহূর্তে যিনি রাজ্যের শাসকদলের ভোটকুশলী, সেই প্রশান্ত কিশোর নতুন বছরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে উঠে আসছেন। আন্তর্জাতিক জনপ্রিয় পত্রিকা ‘ফোর্বস’-এ প্রকাশিত প্রথম ২০ জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রয়েছেন তৃণমূলের ‘পিকে স্যর’।তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের অন্যতম তরুণ মুখ মহুয়া মৈত্রও। ‘ফোর্বস’-এর তালিকায় নাম উঠেছে নতুন প্রজন্মের বহু তারকার।

[আরও পড়ুন: আমেদাবাদে প্রকাশ্যে মারামারি RSS ও কংগ্রেসের ছাত্র সংগঠনের, দেখুন ভিডিও]

‘ফোর্বস’ ম্যাগাজিনে প্রকাশিত ‘ওয়ার্ল্ড টপ টোয়েন্টি ফিউচার পাওয়ারফুল পিপল’-এর তালিকাটা কিন্তু বেশ আকর্ষণীয়। কে কে ঠাঁই করে নিয়েছেন সেই তালিকায়, দেখুন –

Advertisement
  • কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ
  • তরুণ বামপন্থী নেতা কানহাইয়া কুমার

 

greta-thunberg-kanhaiya-kumar

  • হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা
  • নিউজিল্যান্ডের উদারপন্থী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন 
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ
  • সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন 
  • ফিনল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানা মেরিন
  • ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনSana-marine-Boris-johnson

তবে এই তালিকায় সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব প্রশান্ত কিশোর এবং মহুয়া মৈত্র। একজনের উপর এই মুহূর্তে কার্যত নির্বাচনের যাবতীয় দায়িত্ব সঁপে দিয়েছে রাজ্যের শাসকদল। জনপ্রতিনিধিদের কার্যত ‘ছাত্র’ বানিয়ে রীতিমত ক্লাস করাচ্ছেন পিকে। পারফরম্যান্স দেখা, ধমক, হুঁশিয়ারি – কোনওটাই বাদ যাচ্ছে না। শুধু শহর কলকাতায় বসেই নয়। জেলায় জেলায়ও পৌঁছে যাচ্ছে টিম পিকে। ইনিই সেই ব্যক্তি, যিনি বিহার এবং অন্ধ্রে শাসকের গদি বদলে দিতে নিজের কৌশল ফলপ্রসূ করেছেন সাফল্যের সঙ্গে। লোকসভা ভোটে এ রাজ্যের শাসকদলের আশানুরূপ ফলাফল না হওয়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও পিকের রাজনৈতিক পরামর্শ নিচ্ছেন। প্রশান্ত কিশোরের ঠিক করে কৌশলে ভোটে লড়তে নেমেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। ফলে তিনি যে ২০২০তে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হবেন, সেটাই স্বাভাবিক।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের প্রভাবও বেশ ভাল। বিদেশে এমবিএ-র সফল চাকরি ছেড়ে দেশে ফিরে যুব কংগ্রেসে যোগদান এবং পরে তৃণমূলের হয়ে লড়াই করে করিমপুরের বিধায়ক হওয়া – এই উত্তরণ যথেষ্ট নজরকাড়া। ২০১৯এ কৃষ্ণনগরের সাংসদ হয়ে লোকসভায় প্রথম বক্তব্যেই বুঝিয়ে দিয়েছিলেন, বাকযুদ্ধে তাঁকে হারানো কঠিন। অত্যন্ত উদ্যমী, তৎপর মহুয়া মৈত্র এলাকায় সংগঠনের রাশও ধরে রাখেন অনায়াসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ স্নেহধন্যা এই সাংসদকে বিশ্বের প্রথম কুড়ি প্রভাবশালী ব্যক্তি হিসেবে বেছে নিয়েছে ‘ফোর্বস’ ম্যাগাজিন।

[আরও পড়ুন: জেএনইউ কাণ্ডে নয়া মোড়, আক্রান্ত ঐশী ঘোষের বিরুদ্ধেই মামলা দিল্লি পুলিশের]

বিশেষভাবে উল্লেখযোগ্য কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের কথা। এই কম বয়সেই পরিবেশ রক্ষায় তাঁর কাজকর্ম রাষ্ট্রনেতাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। সুইডিশ মেয়েটির প্রশ্নের মুখে পড়ে জড়োসড়ো তাবড় তাবড় লোকজন। খুব কম সময়েই বিশ্বজুড়ে নাম ছড়িয়ে পড়েছে গ্রেটার। সেও নতুন বছরের প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় ঢুকে পড়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement