Advertisement
Advertisement

Breaking News

প্রশান্ত কিশোর

CAA ইস্যুতে মতবিরোধের জের, প্রশান্ত কিশোরকে বরখাস্ত করল জেডিইউ

প্রশান্তের পাশাপাশি দলের আরেক বিদ্রোহী নেতা পবন বর্মাকেও বরখাস্ত করেছে সংযুক্ত জনতা দল।

Prashant Kishor and Pavan Varma have been expelled from JDU
Published by: Subhajit Mandal
  • Posted:January 29, 2020 4:45 pm
  • Updated:January 29, 2020 5:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিক্ততা বাড়ছিলই। কাদা ছোঁড়াছুঁড়ি দেখেই বোঝা গিয়েছিল, আজ নয় কাল জেডিইউ থেকে প্রশান্ত কিশোরকে বরখাস্ত করা হবে। সেই জল্পনাই সত্যি হল। বুধবার দলের সহ-সভাপতিকে বরখাস্ত করল সংযুক্ত জনতা দল। জেডিইউয়ের তরফে জানানো হয়েছে, দলবিরোধী কার্যকলাপের জন্য বরখাস্ত হয়েছেন প্রশান্ত কিশোর। প্রশান্তের পাশাপাশি দলের আরেক বিদ্রোহী নেতা পবন বর্মাকেও বরখাস্ত করেছে সংযুক্ত জনতা দল।

প্রশান্ত কিশোর এবং জেডিইউয়ের দ্বন্দ্ব অবশ্য নতুন কিছু নয়। সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে দলের ঠিক উলটো অবস্থান নিয়েছেন প্রশান্ত। তাঁর মতে, এনআরসি এবং সিএএ-র যুগলবন্দি মারাত্মক ও বিপজ্জনক। এই ইস্যুতে বিজেপির শীর্ষনেতাদের নানাভাবে তোপ দেগেছেন প্রশান্ত। নিজের দলের নেতাদেরও ছাড়েননি। তাঁর কার্যকলাপে একেবারেই সন্তুষ্ট ছিল না দল। খোদ নীতীশ কুমার তাঁকে তলব করে সিএএ ইস্যুতে বেশি মুখ না খোলার পরামর্শ দেন। কিন্তু, তাতেও কাজ হয়নি। নীতীশের সঙ্গে বৈঠকের পরও সুর চড়িয়ে গিয়েছেন। বাধ্য হয়ে দলের কর্মসূচি থেকে তাঁকে বাদ দেয় জেডিইউ। দিল্লিতে দলের তারকা প্রচারকদের তালিকাতেও রাখা হয়নি প্রশান্তকে। এমনকী, দলের অভ্যন্তরীন নির্বাচনেও অংশ নিতে দেওয়া হয়নি তাঁকে।

Prashant-Kishor

[আরও পড়ুন: প্রশান্ত কিশোর করোনা ভাইরাস’, বিতর্কিত মন্তব্য জেডিইউ নেতার]

সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছায় বুধবার। মঙ্গলবারই নীতীশ প্রশান্তকে সরাসরি দল ছাড়ার বার্তা দেন। নীতীশ কুমারের কথায়, প্রশান্তের মতো নেতা দলে ‘না থাকলেও চলবে অমিত শাহর কথাতেই প্রশান্তকে দলে নিয়েছিল জেডিইউ।’ পালটা দলের সুপ্রিমোকে মিথ্যেবাদী বলে বসেন প্রশান্ত। এরপরই নিজের টুইটার হ্যান্ডেল থেকে জেডিইউয়ের তথ্য মুছে ফেলেন নির্বাচন কৌশলী। তাঁর কয়েক ঘণ্টা পরই তাঁকে দল থেকে বের করে দেওয়া হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement