সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ তখন সুষ্ঠ ও অবাধ ভাবে গণতন্ত্রের সবচেয়ে উৎসব আয়োজনের জন্য কমিশনকে সাধুবাদ জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে কমিশনের কাজের প্রতি আস্থা প্রকাশ করলেন দেশের প্রবীণ এই রাজনীতিবিদ৷ যেভাবে সফলতার সঙ্গে নির্বাচন পরিচালনা করে চলেছে কমিশন, তার পুরো কৃতিত্ব তিনি দিলেন নির্বাচন কমিশনারদের৷ ধন্যবাদ জানালেন দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন থেকে শুরু করে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে৷
[ আরও পড়ুন: ভোটের স্বার্থে দ্বিচারিতা? আক্রমণের পর রাজীব গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন মোদির]
একদিকে যখন কমিশনের কাজের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন রাষ্ট্রপতি, তখন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব শাসক-বিরোধী দুই শিবির৷ নির্বাচন চলাকালীন একাধিকবার কমিশনের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের৷ বিশেষ করে পশ্চিমবঙ্গের একাধিক আসনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে কমিশনে দরবার করেছেন গেরুয়া শিবিরের নেতারা৷ নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকারও সমালোচনা করেছেন তাঁরা৷ অন্যদিকে মঙ্গলবারই দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছেন ২১টি বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা৷ ইভিএম ও ভিভিপ্যাট গণনার ক্ষেত্রে যাতে সঠিক পদ্ধতি অবলম্বন করা হয় এবং যাতে কোনও কারচুপি না হয়, সেই বিষয়ে কঠোর নজরদারির আবেদন জানিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছেন তাঁরা৷
[ আরও পড়ুন:গডসের জন্মদিন পালন, গ্রেপ্তার হিন্দু মহাসভার ছয় সদস্য ]
এমনকী, মঙ্গলবারই ১০০ শতাংশ ভিভিপ্যাট গণনার জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এই ধরনের মামলার কোনও প্রয়োজন নেই বলে জানান বিচারপতিরা৷ কয়েকজন প্রযুক্তিবিদ এই মামলা করেছিলেন৷ কিন্তু এই মামলা খারিজ হলেও বিরোধীরা তরফে এবার ৫০ শতাংশ ভিভিপ্যাট গণনার দাবি তোলা হয়েছে৷ ইতিমধ্যে দিল্লিতে বৈঠকও শুরু করেছেন বিরোধী দলের নেতারা৷ যেখানে হাজির রয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু, তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেসের অভিষেক মনু সিংভি, আহমেদ প্যাটেল প্রমুখ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.