Advertisement
Advertisement

কাটল টেনশন, এবছর রাজ্যই নেবে মেডিক্যাল জয়েন্ট

অবশেষে স্বস্তিতে রাজ্যের ৮৫ হাজার ছাত্রছাত্রী৷ এক বছরের জন্য পিছিয়ে গেল জাতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (নিট)৷ কেন্দ্রের আনা অর্ডিন্যান্সে মঙ্গলবার সই করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ অর্থাৎ এ বছর পৃথক মেডিক্যালে জয়েন্ট নিতে পারবে রাজ্য সরকারগুলি৷

Pranab Mukherjee signs Ordinance to put NEET on hold for a year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2016 1:52 pm
  • Updated:May 24, 2016 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অবশেষে স্বস্তিতে রাজ্যের ৮৫ হাজার ছাত্রছাত্রী৷ এক বছরের জন্য পিছিয়ে গেল জাতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (নিট)৷ কেন্দ্রের আনা অর্ডিন্যান্সে মঙ্গলবার সই করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ অর্থাৎ এ বছর পৃথক মেডিক্যালে জয়েন্ট নিতে পারবে রাজ্য সরকারগুলি৷

গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণের পরেই অভিন্ন প্রবেশিকা নিট এক বছরের জন্য পিছিয়ে দিতে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র৷ তাতে বলা হয়েছিল চলতি শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে নিটের মাধ্যমেই ছাত্র-ছাত্রী ভর্তি নিতে হবে৷ কিন্তু রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে নিট কার্যকর হবে আগামী বছর থেকে৷ কিন্তু কেন্দ্রের এই অর্ডিন্যান্সের বিরোধিতা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এ বিষয়ে আপত্তির কথা জানিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে চিঠি দেন৷

Advertisement

মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি এই অর্ডিন্যান্সে সই করার পরেই স্বস্তির হাওয়া ছাত্রছাত্রীদের কাছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে সোমবারই ডেকে পাঠান রাষ্ট্রপতি৷ আধঘণ্টার বেশি তাঁর সঙ্গে কথা বলেন প্রণব মুখোপাধ্যায়৷ জানতে চান নিটের বিষয়ে বিভিন্ন রাজ্যের মত৷ তখনই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল মঙ্গলবার এবিষয়ে পদক্ষেপ করতে চলেছেন প্রণববাবু৷ রাজ্য সরকারের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, রাষ্ট্রপতি প্রতিটি রাজ্যের মতামত পুঙ্খানুপুঙ্খভাবে জেনে তারপরেই সিদ্ধান্ত নিয়েছেন৷

এদিন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সর্বভারতীয় পরীক্ষার পাঠ্যক্রম সম্পূর্ণ আলাদা৷ ছাত্রছাত্রীদের প্রস্তুতির জন্য সময় দেওয়া প্রয়োজন৷ প্রসঙ্গত, আঞ্চলিক ভাষাতেও নিট পরীক্ষা করার দাবি তুলেছে বিভিন্ন রাজ্য৷ রাজ্যগুলির দাবির প্রেক্ষিতে কেন্দ্র এই অর্ডিন্যান্স এনেছিল৷ অর্ডিন্যামন্সটি পাস হওয়ার অর্থ ২৪ জুলাই নিট পরীক্ষা হচ্ছে না৷ রাজ্যের পরবর্তী মেডিক্যালের জয়েন্ট কবে হবে তা শীঘ্রই জানাবে জয়েণ্ট এন্ট্রান্স বোর্ড৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement