সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় সাজসাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ওই দিনই নবনির্মিত মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে। পবিত্র নির্ঘণ্ট মেনে কখন হবে সেই অনুষ্ঠান, বছরের প্রথম দিনে তা জানাল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
ট্রাস্টের তরফে প্রধান সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ২২ জানুয়ারি দুপুর ১২টা বেজে ২০ মিনিট নাগাদ হবে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। সাংবাদিকদের রাই বলেন, “প্রাণ প্রতিষ্ঠা হবে ১২টা বেজে ২০ মিনিট নাগাদ। এর পর সকলে আরতি করবেন। আরতি শেষে প্রসাদ বিতরণ হবে। সূর্যাস্তের পর সন্ধেবেলায় হবে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান।”
২২ জানুয়ারি অযোধ্যায় দেশের অধিকাংশ সাধু-সন্তদের তো বটেই, আমন্ত্রণ জানানো হয়েছে রাজনীতি-খেলা-বিনোদন… প্রায় সব জগতের বিশিষ্ট ব্যক্তিদের। ট্রাস্টের সদস্যরা জানিয়েছেন, আগত রাম ভক্তদের থাকার জন্য অযোধ্যায় একটি তাঁবু শহর তৈরি করা হবে। এছাড়া তীর্থক্ষেত্রপুরমে, ভক্তদের জন্য ছয়টি টিউবওয়েল, রান্নাঘর এবং একটি দশ শয্যার হাসপাতাল স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১৫০ জন চিকিৎসক এই অস্থায়ী হাসপাতালে পরিষেবা দেবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.