Advertisement
Advertisement

Breaking News

Ram Mandir

রামলালার প্রাণপ্রতিষ্ঠা সরাসরি দেখবেন জেলবন্দিরাও, যোগীর নির্দেশ পুলিশ কর্তাদের

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনকে ঘিরে সাজসাজ রব অযোধ্যায়।

Pran pratistha event to be live telecasted for prisoners। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:January 6, 2024 1:29 pm
  • Updated:January 6, 2024 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিন। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন। সেদিন রামলালার প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী থাকবে গোটা দেশ। উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওইদিন সেরাজ্যের সমস্ত জেল থেকে সরাসরি দেখানো হবে সেই মুহূর্ত।

ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেল সুপারিটেন্ডেন্টকে। জানানো হয়েছে, তাঁরা যেন নিজেদের জেলে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ‘লাইভ’ দেখানো বন্দোবস্ত করে রাখেন। যোগীরাজ্যের কারা ও গৃহরক্ষী প্রতিমন্ত্রী ধরমবীর প্রজাপতি জানিয়েছেন, সমস্ত বন্দিকে ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করা গুরুত্বপূর্ণ। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: খেলো ইন্ডিয়াতে মহিষাদলের চার কন্যার জয়জয়কার, এল আটটি সোনা]

এদিকে আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনকে ঘিরে সাজসাজ রব অযোধ্যায় (Ayodhya)। দূর-দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করছেন সেখানে। যদিও উদ্বোধনের দিন সে শহরে পর্যটকদের দূরে থাকার আর্জিই জানাচ্ছে শ্রীরামচন্দ্র তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্টের তরফে প্রধান সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ২২ জানুয়ারি দুপুর ১২টা বেজে ২০ মিনিট নাগাদ হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। সাংবাদিকদের রাই বলেন, “প্রাণ প্রতিষ্ঠা হবে ১২টা বেজে ২০ মিনিট নাগাদ। এর পর সকলে আরতি করবেন। আরতি শেষে প্রসাদ বিতরণ হবে। সূর্যাস্তের পর সন্ধেবেলায় হবে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান।”

সেদিনের অনুষ্ঠানে দেশের অধিকাংশ সাধু-সন্তদের তো বটেই, আমন্ত্রণ জানানো হয়েছে রাজনীতি-খেলা-বিনোদন… প্রায় সব জগতের বিশিষ্ট ব্যক্তিদের। ট্রাস্টের সদস্যরা জানিয়েছেন, আগত রাম ভক্তদের থাকার জন্য অযোধ্যায় একটি তাঁবু শহর তৈরি করা হবে। এছাড়া তীর্থক্ষেত্রপুরমে, ভক্তদের জন্য ছয়টি টিউবওয়েল, রান্নাঘর এবং একটি দশ শয্যার হাসপাতাল স্থাপন করা হয়েছে।

[আরও পড়ুন: বয়স ভাঁড়িয়ে খেলছে ১২ বছরের বৈভব? বিহারের ক্রিকেটারকে নিয়ে চাপানউতোর তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement