Advertisement
Advertisement

Breaking News

সাধ্বী

নিষেধাজ্ঞা ভেঙে প্রচারের জের, সাধ্বী প্রজ্ঞাকে ফের নোটিস পাঠাল কমিশন

বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সাধ্বী।

Pragya Thakur Faces Notice For Alleged Violation Of 3-Day Campaign Ban
Published by: Soumya Mukherjee
  • Posted:May 5, 2019 7:03 pm
  • Updated:May 5, 2019 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবরি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে তিনদিন প্রচার করতে নিষেধ করেছিল কমিশন। কিন্তু, সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রচার চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এর জেরে মালেগাঁও বিস্ফোরণের মূল অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে ফের নোটিস পাঠাল নির্বাচন কমিশন

সম্প্রতি ভোপালের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রজ্ঞা। বলেন, “আমরা দেশের ইতিহাস থেকে একটি ক্ষত মুছে দিয়েছি। আমরা সবাই মিলে ওই কাঠামো ভাঙতে গিয়েছিলাম। ভগবান আমাকে এই সুযোগ দিয়েছিলেন বলে আমি অত্যন্ত গর্বিত। তিনি আমাকে যে সুযোগ দিয়েছিলেন তার ঠিকঠাক মর্যাদা রাখতে পেরেছি আমি। ওই জায়গাতে রাম মন্দির আমরা বানাবই।”

Advertisement

[আরও পড়ুন- ‘কর্মফলের জন্য প্রস্তুত হন মোদিজি’, বাবাকে নিয়ে মন্তব্য করায় শ্লেষ রাহুলের]

তাঁর এই বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। ভোটের সময় এই ধরনের মন্তব্য করে তিনি আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছেন বলে কমিশনের কাছে অভিযোগ জানায় বিরোধীরা। এরপরই নড়েচড়ে বসে কমিশন। নির্বাচনী বিধি লঙ্ঘন করার অভিযোগে গত বৃহস্পতিবার সকাল থেকে তিনদিন তিনি কোনও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না বলে নির্দেশও জারি করে। এরপরই নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা মেনে তিনি কাজ করবেন জানিয়েছিলেন মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি প্রার্থী।

[আরও পড়ুন- অন্য মুডে সহকর্মীদের সঙ্গে মজা-খুনসুটি অভিনন্দনের, ভাইরাল ভিডিও]

কিন্তু, তারপরও তিনি সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই প্রচার করছেন অভিযোগ করে বিরোধীরা। এই অভিযোগ পাওয়ার পর তাঁকে ফের নোটিস পাঠাল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশকে তোয়াক্কা না করে তিনি কেন প্রচার চালিয়েছেন, তা জানতে চাওয়া হয়েছে প্রজ্ঞার কাছে। এমনকী এই বিষয়ে তাঁর বিরুদ্ধে একটি এফআইআরও করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা। এই কেন্দ্রে সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের বিপরীতে কংগ্রেস প্রার্থী হয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement