সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপুল ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা তাঁর ধারেকাছেও যেতে পারেননি। বিরোধীরা অবশ্য, আগে থেকেই বলা শুরু করেছেন, দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) আসলে বিজেপির রাবার স্ট্যাম্প হিসাবে কাজ করবেন। ইতিহাস অবশ্য বলছে, এখনও পর্যন্ত দেশের অধিকাংশ রাষ্ট্রপতিই মূলত রাবার স্ট্যাম্পের মতো কাজ করেছেন। যে যখন কেন্দ্রে শাসকের আসনে থেকেছে, রাষ্ট্রপতিকেও তাঁদের অনুগ্রহ মেনেই কাজ করতে হয়েছে রাষ্ট্রপতিদের। যদিও সংবিধান মতে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির পদ। প্রধানমন্ত্রীকে (Prime Minister) বরখাস্ত করার ক্ষমতা থেকে সরকার ভেঙে দেওয়া, সব অধিকারই ন্যস্ত থাকে তাঁর হাতে। আর কী কী অধিকার থাকে রাষ্ট্রপতিদের হাতে?
রাষ্ট্রপতির অধিকার ও কর্তব্য:
যদিও রাষ্ট্রপতির হাতে থাকা এই অধিকারগুলির অধিকাংশই অবশ্য মন্ত্রিসভার অনুমতি সাপেক্ষ। তবে রাষ্ট্রপতি চাইলে নিজে থেকেও সরকারের জনবিরোধী কোনও বিল আটকে দিতে পারেন। বা সরকার জনবিরোধী কাজ করলে সেই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করতেই পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.