সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারদিনের গুরুত্বপূর্ণ সফরে দিল্লি (Delhi) গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার আঁচ যখন দিল্লির দরবারে পৌঁছে গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দপ্তরের সামনে সাংসদদের নজিরবিহীন ধরনার ঘটনা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে। উত্তপ্ত পরিস্থিতিতে সোমবার বিকেলে রাজধানীতে পা রেখেছেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এবারের সফর মমতার।
তবে তাঁর দিল্লি সফরের প্রথম দিনই ঘটল বিপত্তি। সাউথ অ্যাভিনিউতে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে তাঁর বাড়িও ঢাকল আঁধারে। প্রায় ৪৫ মিনিট অন্ধকারে কাটাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিদ্যুৎ বিভ্রাটের কথা স্বীকার করে নিয়েছে সরবরাহকারী সংস্থা এনডিএমসি (NDMC)। এই সংস্থা সম্পূর্ণভাবে কেন্দ্রের অধীনস্থ।
১৮৩, সাউথ অ্যাভিনিউ। দিল্লিতে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্থায়ী ঠিকানা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাংলো এটি। দিল্লিতে যে ক’দিন থাকেন বাংলার মুখ্যমন্ত্রী এখানেই থাকেন। এবারও রাজধানীতে ৪ দিনের সফরে তাঁর ঠিকানা সাউথ অ্যাভিনিউয়ের এই বাড়ি। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ দিল্লি বিমানবন্দরে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান তাঁর বাড়িতে। বিকেল থেকে ঘরবন্দিই ছিলেন। সন্ধেবেলা আচমকাই বিভ্রাট। আলো নিভে আঁধারে ডুবল ১৮৩, সাউথ অ্যাভিনিউ (South Avenue)।
প্রায় ৪৫ মিনিট সেখানে বিদ্যুৎ ছিল না। শুধু মমতার বাড়িই নয়, সাউথ অ্যাভিনিউয়ে সাংসদদের অনেকেরই বাসভবন। অদূরে রাইসিনা হিলস-রাষ্ট্রপতি ভবন। বিদ্য়ুৎ বিভ্রাটের জেরে ভুগতে হয় সাউথ অ্যাভিনিউয়ের বাসিন্দাদের। কিন্তু এমন হাইপ্রোফাইল জোনে কেন এতক্ষণ ধরে অন্ধকার? এর উত্তরে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা, এনডিএমসি জানাচ্ছে, আচমকাই বিদ্যুৎ ঘাটতি হওয়ার জেরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে বাধ্য হয়।
এদিকে, সূত্রের খবর, মমতার সফরে দিল্লিতে তৃণমূলে যোগ দেবেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। এই তালিকায় রয়েছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী (Varun Gandhi)। সূত্রের খবর, বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন খেলোয়াড় কীর্তি আজাদও (Kirti Azad) মমতার হাত ধরতে চলেছেন। বিজেপি, কংগ্রেস শিবির ঘুরে এবার তিনিও যোগ দেবেন ঘাসফুল শিবিরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.