Advertisement
Advertisement

Breaking News

মোদির সফরের দিনই ‘ওয়াশিং পাওডারে’র পোস্টারে ছয়লাপ অসম, নিশানায় শুভেন্দুও

কটাক্ষের শিকার হিমন্ত বিশ্বশর্মা, নারায়ণ রানে, সুজানা চৌধুরী মতো দলবদল করা নেতারাও।

Posters Of Washing Powder With BJP leader Suvendu Adhikari Appear in Guwahati

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 15, 2023 11:33 am
  • Updated:April 15, 2023 11:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াশিং মেশিন বিজেপি! কংগ্রেস, তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরের যোগ দিলে নেতা-নেত্রীদের সাত খুন মাফ। এমন অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল। এবার সেই সুর কংগ্রেসের গলাতেও। ভিনরাজ্যে কংগ্রেসের সেই বিজেপি বিরোধী ‘ওয়াশিং মেশিন’ প্রচারে উঠে এল শুভেন্দু অধিকারীর নাম। জনপ্রিয় ডিটারজেন্টের বিজ্ঞাপনকে হাতিয়ার করে কটাক্ষ করা হয়েছে বাংলার বিরোধী দলনেতা।

দলবদল করা নিয়ে অসমেও কটাক্ষের শিকার শুভেন্দু অধিকারী। জনপ্রিয় ডিটারজেন্টের বিজ্ঞাপনের মডেলের ছবিতে যুক্ত করা হয়েছে বাংলার বিরোধী দলনেতার মুখ। ডিটারজেন্ট ব্যবহার করলে যেমন পোশাকের নোংরা ধুয়ে যায়, তেমনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই শুভেন্দুর সমস্ত পাপ ধুয়ে সাফ হয়ে গিয়েছে! তবে একা শুভেন্দু নন, কটাক্ষের শিকার হয়েছেন হিমন্ত বিশ্বশর্মা, নারায়ণ রানে, সুজানা চৌধুরী মতো দলবদল করা নেতারাও।

Advertisement

[আরও পড়ুন; বাংলার দলীয় সংগঠনের রিপোর্টে অখুশি, শুভেন্দুকে কড়া বার্তা শাহের]

শুক্রবার অসমে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে গোটা এলাকা ছেয়ে ফেলা হয়ে ডিটারজেন্টের পোস্টারে। যেখানে সাদা জামা পরা কিশোরীর ছবিতে মুখ বদল করে দেওয়া হয়েছে। যুক্ত করা হয়েছে দলবদলু নেতা-নেত্রীদের মুখ। সঙ্গে লেখা ‘ওয়াশিং পাওডার নিরমা’। উল্লেখ্য় আর আগে কংগ্রেস সভাপতি এধরনের একটি পোস্টার টুইটারে পোস্ট করে বিজ্ঞাপনের লাইন ধার করে লিখেছিলেন, ‘দুধ কি সফেদি, বিজেপি সে আয়ে। কলঙ্কিত নেতা ভি খিল খিল যায়ে।’ এবার সেই প্রচারকেই হাতিয়ার করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করা হল।

[আরও পড়ুন; ‘গাঁটছড়া’র শুটিং ফ্লোরে ‘হস্তমৈথুন’! অনিন্দ্যর ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement