Advertisement
Advertisement

Breaking News

Punjab

অমরিন্দর সিংকে হত্যার পুরস্কার ১০ লক্ষ টাকা! পোস্টার উদ্ধারে চাঞ্চল্য মোহালিতে

এই ঘটনার পর নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর।

Poster found in Mohali, Punjab announcing Rs 10 lakh reward to kill CM Captain Amrinder Sing| Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 2, 2021 4:57 pm
  • Updated:January 2, 2021 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিংকে (Captain Amrinder Sing) হত্যা করলে ইনাম মিলবে ১০ লক্ষ টাকা! এমনই ষড়যন্ত্রমূলক পোস্টার উদ্ধার ঘিরে নতুন বছরের দ্বিতীয় দিন চাঞ্চল্য ছড়াল মোহালিতে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে। অজ্ঞাতপরিচয় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলাও। এই পোস্টার উদ্ধারের পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তাও বাড়ল কয়েকগুণ। আরও নিয়ন্ত্রিত হল তাঁর গতিবিধি।

পুলিশ সূত্রে খবর, মোহালির (Mohali) সেক্টর ৬৬ এবং সেক্টর ৬৭ এর মাঝে একটি জায়গায় এদিন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের ছবি দেওয়া পোস্টার চোখে পড়ে স্থানীয়দের। সামনে গিয়ে দেখা যায় তাতে লেখা, অমরিন্দর সিংকে যে ব্যক্তি হত্যা করতে পারবে, পুরস্কার হিসেবে সে পাবে ১০ লক্ষ টাকা। খবর পৌঁছয় পুলিশের কাছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পোস্টার উদ্ধার করে। প্রাথমিক ধারণা, কোনও সাইবার ক্যাফে থেকে পোস্টারের প্রিন্টআউট নেওয়া হয়েছিল। পোস্টার ভাল করে পরীক্ষা করে পুলিশের নজরে আসে, তাতে একটি ই-মেল আইডিও লেখা – [email protected]। এই আইডি ধরে সাইবার বিশেষজ্ঞরা তদন্তের কাজ শুরু করেন।

Advertisement

[আরও পড়ুন: ইঞ্জেকশন দিয়ে অচেতন করে ধর্ষণ! মুম্বইয়ে অভিযুক্ত ওয়াকফ বোর্ডের সদস্য]

মোহালির ফেজ ১১ পুলিশ স্টেশনের তদন্তকারী আধিকারিক সোহন সিং জানিয়েছেন, ”আমরা পোস্টার বাজেয়াপ্ত করে একটি মামলাও রুজু করেছি। ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৫০৪, ৫০৬ ধারা আরও কয়েকটি আইনি ধারায় মামলা দায়ের হয়েছে। পোস্টারে লেখা ই-মেল আইডির সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। এক্ষেত্রে সাইবার বিশেষজ্ঞরা তৎপর হয়ে কাজ করছেন। আশা করি, খুব দ্রুত অপরাধীকে শনাক্ত করতে পারব।”

[আরও পড়ুন: সর্বগ্রাসী দাবানলে বিপন্ন নাগাল্যান্ড-মণিপুর, আগুন নিয়ন্ত্রণে আসরে বায়ুসেনা]

জানা গিয়েছে, গত ৩১ তারিখ অমরিন্দর সিংয়ের মোহালি যাওয়ার কথা ছিল। উদ্ধার হওয়ার পোস্টার তারপর উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে খানিক ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এই প্রথম নয়, সম্প্রতি একবার এই মোহালির রাস্তায় অমরিন্দর সিংয়ের পোস্টারে কালি লেপে দেওয়া হয়েছিল। এখন আবার হত্যার ষড়যন্ত্রে উদ্ধার হল পোস্টার। পুলিশের ধারণা, দুটি ঘটনাতেই খালিস্তানিদের হাত থাকতে পারে। তবে বিস্তারিত তদন্তের আগে এ নিয়ে খুব বেশি মুখ খুলতে নারাজ পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement