Advertisement
Advertisement
Tejaswi Yadav

বিহারের ‘ভাবী মুখ্যমন্ত্রী’ তেজস্বী! জেডিইউ নেতার বাড়ির সামনে পোস্টার অনুগামীদের

তেজস্বীকে কুর্সি ছেড়ে দেবেন নীতীশ কুমার?

Poster at Tejaswi Yadav residence declaring him as next chief minister | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 7, 2023 11:33 am
  • Updated:November 7, 2023 11:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী লোকসভা ভোটের জন‌্য বিরোধী ইন্ডিয়া জোটের প্রস্তুতির মধ্যেই বিহারের (Bihar) ক্ষমতাসীন মহাজোটের দুই প্রধান শরিকের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়ল। এবার রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তথা রাজ্যের উপমুখ‌্যমন্ত্রী তেজস্বী যাদবকে (Tejaswi Yadav) রাজ্যের ‘ভাবী মুখ‌্যমন্ত্রী’ হিসাবে তুলে ধরে পোস্টার পড়ল পাটনায়। রবিবারই তেজস্বীর বাসভবনের বাইরে এই পোস্টার পড়েছে।

আগামী ৯ নভেম্বর তেজস্বীর জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দলের কর্মী-সমর্থকদের তরফে ওই পোস্টার পড়েছে। ’২৪-এর লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের প্রস্তুতি-প্রক্রিয়া নিয়ে যখন জেডিইউ সুপ্রিমো তথা বিহারের মুখ‌্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) প্রকাশ্যেই ক্ষোভপ্রকাশ করতে দেখা যাচ্ছে, সেই সময় এই পোস্টার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ওই পোস্টারে আরজেডি নেতাদের সঙ্গে জেডিইউ নেতাদেরও দেখা যায়।

Advertisement

[আরও পড়ুন: ভোট দিতে পারলেন না খোদ মুখ্যমন্ত্রী! কী চলছে মিজোরামে?]

গত বৃহস্পতিবার পাটনায় সিপিআইয়ের ডাকে ‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও’ জনসভায় ভাষণ দিতে গিয়ে বিহারের মুখ‌্যমন্ত্রী ইন্ডিয়া জোটের প্রক্রিয়া নিয়ে কংগ্রেসের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। পরে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁকে ফোন করে জানান, পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটলেই ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক ডাকা হবে। উল্লেখ‌্য, বিরোধী জোটের পরবর্তী বৈঠকের আয়োজনের দায়িত্ব রয়েছে কংগ্রেসের উপর।

এর আগে কয়েকটি সূত্র থেকে দাবি করা হয়, নীতীশ কুমারকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরার চেষ্টা করছে জেডিইউ। তবে স্বয়ং নীতীশ কুমার এই ধরনের দাবি উড়িয়ে দিয়েছেন। ইন্ডিয়া জোট এখনও তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে পাটনার নয়া পোস্টারে জল্পনা ছড়িয়েছে, তবে কি ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ হবেন নীতীশ কুমার? সেই কারণেই তেজস্বীকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন তিনি?

[আরও পড়ুন: ‘কোনও ভুল করিনি, অবস্থান বদলাব না’, সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যে অনড় উদয়নিধি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement