সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের পর রাজ্যে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ তুলে আগেই হইচই বাঁধিয়েছিল বিজেপি। এবার সেই সন্ত্রাস কবলিত এলাকা পর্যবেক্ষণে কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গড়ে দেওয়া সেই টিমের নেতৃত্ব থাকছেন ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব (Biplab Deb) ।
বিপ্লব দেবের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদ (Ravi Shankar Prasad), সাংসদ ব্রিজলাল এবং সাংসদ কবিতা পাটিদার। শীঘ্রই ওই প্রতিনিধি দল বঙ্গ সফরে আসছেন। ‘সন্ত্রাস কবলিত’ বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। কথা বলবেন আক্রান্তদের সঙ্গে। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও তারা বৈঠক করবেন। সাক্ষাৎ করতে পারেন রাজ্যপালের সঙ্গেও। ফিরে গিয়ে ওই কমিটি রিপোর্ট দেবে দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে।
এবার বঙ্গের লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) তেমন বড় কোনও অশান্তি হয়নি। সপ্তম দফার ভোটপর্ব শেষে সে কথা জানান খোদ মুখ্য নির্বাচন কমিশনার। তবে ভোটের ফলাফল প্রকাশের পর অশান্তির আশঙ্কা করেন। তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদও বাড়ানো হয়। বিজেপির দাবি, ভোট শেষের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন বহু বিজেপি কর্মী-সমর্থক। গেরুয়া শিবিরের বেশ কয়েকজন ঘরছাড়া বলেও অভিযোগ।
ইতিমধ্যেই এই তথাকথিত হিংসা নিয়ে আদালতে গিয়েছেন একাধিক বিজেপি নেতা। এমনকী ‘আক্রান্ত’দের নিয়ে রাজভবনে যাওয়ার উদ্যোগ নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আলাদা কমিটি গড়েছে। এক বিবৃতিতে বিজেপির তরফে দাবি করা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচন হয়েছে। কিন্তু বাংলা ছাড়া আর কোথাও ভোট পরবর্তী হিংসার খবর নেই। বাংলায় যখন বিরোধী দলের কর্মীদের উপর নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শক।
বিজেপির এই কমিটি গড়াকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ এদিন বলেন, “যে বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় থানা থেকে তুলে নিয়ে গিয়ে সন্ত্রাস হয়েছে। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেই বিপ্লব দেবকেই কিনা পাঠানো হলে বঙ্গের ভোট হিংসা দেখতে।” কুণালের সাফ কথা, “রাজ্যে কোথাও ভোট হিংসা হয়নি। বিজেপির ঘরছাড়া কেউ নেই। বিজেপির ঘরছাড়া একমাত্র দিলীপ ঘোষ। যাকে ঘরছাড়া করেছেন শুভেন্দু-সুকান্তরা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.