Advertisement
Advertisement

Breaking News

৬৫০ ডাকঘর হবে পূর্ণ ব্যাঙ্ক

দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান এসবিআইয়ের নেটওয়ার্কে যেখানে ১,৬৬৬ টি শাখা, সেখানে ভারতীয় ডাকঘরের নেটওয়ার্কে রয়েছে ২২,১৩৭ টি শাখা৷

Post Offices To Operate As Banks, Network To Be Largest In World: Government
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 11:59 am
  • Updated:June 2, 2016 11:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কদেশের গ্রামীণ এলাকায় অবস্থিত ৬৫০টি ডাকঘরকে নগদ ব্যাঙ্ক হিসাবে গড়ে তোলা হবে৷ কেন্দ্র সরকার এর জন্য ২০১৭-র সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ প্রকল্পটিতে সরকার শুরুতেই ৮০০ কোটি টাকা অনুমোদন করেছে৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাপারে সবুজ সংকেত মিলেছে৷ এর ফলে গ্রামীণ ভারতের যে সব এলাকায় বাণিজ্যিক ব্যাঙ্ক বা সমবায় ব্যাঙ্ক নেই সেখানকার মানুষ উপকৃত হবেন৷ ভবিষ্যতের জন্য গ্রামীণ মানুষের মধ্যে নিরাপদ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং তাদের সেই সুবিধা দেওয়াই সরকারের লক্ষ্য৷

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, ডাকঘর নগদ ব্যাঙ্কের (ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক) প্রস্তাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ দেশে বর্তমানে ১ লাখ ৫৪ হাজার ডাকঘর রয়েছে৷ এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ডাকঘরই গ্রামে৷ প্রাথমিকভাবে গ্রামীণ এলাকার ৬৫০ ডাকঘরকে নগদ ব্যাঙ্ক হিসাবে গড়ে তোলা হবে৷

Advertisement

এই ধরনের ডাকঘর নগদ ব্যাঙ্কের কাজকর্ম হবে বাণিজ্যিক ব্যাঙ্কের মতোই৷ ব্যাঙ্কে টাকা জমা করা যাবে এবং চাইলেই যে কোনও সময় তা তোলাও যাবে৷ সুদ মিলবে সময় সময় সরকার নির্ধারিত হারে৷ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও কেওয়াইসি (গ্রাহকের সম্পূর্ণ পরিচয় সংক্রান্ত তথ্য)-সহ নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে৷ মন্ত্রী জানিয়েছেন, একজন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) থাকবেন ব্যাঙ্কের শীর্ষে৷ পেশাদারি ভাবেই ব্যাঙ্ক পরিচালনা হবে৷ পরিচালন বোর্ডে ডাক বিভাগ, ব্যয় বিভাগ এবং আর্থিক পরিষেবা বিভাগ থেকেও প্রতিনিধি থাকবেন৷ এই ব্যাঙ্ক গঠনে ইক্যুইটি হিসাবে ৪০০ কোটি এবং অনুদান হিসাবে ৪০০ কোটি, মোট ৮০০ কোটি টাকা ব্যয় করা হবে৷

বর্তমানে ডাকঘরের কোর ব্যাঙ্কিং নেটওয়ার্কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) চেয়েও বেশি শাখা যুক্ত রয়েছে৷ দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান এসবিআইয়ের নেটওয়ার্কে যেখানে ১,৬৬৬ টি শাখা, সেখানে ভারতীয় ডাকঘরের নেটওয়ার্কে রয়েছে ২২,১৩৭ টি শাখা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement