Advertisement
Advertisement
Farm Laws

Farm Law: কৃষি আইন নিয়ে কেন পিছু হটলেন মোদি? রইল সম্ভাব্য পাঁচ কারণ

শুধুই কি ভোট? নাকি রয়েছে বৃহৎ কোনও উদ্দেশ্য?

Possible reasons why Farm Laws have been withdrawn by Modi government | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 19, 2021 1:09 pm
  • Updated:November 19, 2021 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্রেফ আন্দোলনের চাপে রাষ্ট্রের কর্তারা আইন প্রত্যাহার করছেন। ভারতের ইতিহাসে এই ঘটনা যে শুধু বিরল, তাই নয়। বলা ভাল বেনজির। এ হেন কাণ্ডটি ঘটিয়ে ফেললেন সেই প্রধানমন্ত্রী, যাঁকে বিরোধীরা বারবার দেগে দেয় ‘ফ্যাসিস্ট’ হিসাবে। কৃষক, শ্রমিক থেকে শুরু করে সংখ্যালঘু, দলিত, সব শ্রেণির মানুষের কন্ঠরোধ করার অভিযোগ ওঠে যার বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এক বছর ধরে কৃষকদের আন্দোলনের পরও যাঁদের ঘুম ভাঙেনি, কেন্দ্রের সেই মোদি (Narendra Modi) সরকার হঠাৎ কেন তিনটি কৃষি আইন প্রত্যাহার করল? চলুন সম্ভাব্য কারণগুলি নিয়ে আলোচনা করা যাক।

Possible reasons why Farm Laws have been withdrawn by Modi government

Advertisement

১। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের ভোট: কৃষি আইন প্রত্যাহারের প্রথম এবং সবচেয়ে উল্লেখযোগ্য কারণ অবশ্যই আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচন। বিশেষ করে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে ধাক্কা খাওয়ার আশঙ্কা। কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে অবস্থানকারী কৃষকদের বড় অংশই পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের মধ্যে শিখ এবং জাঠ জনগোষ্ঠীর সংখ্যা অনেক। আগামী বছরের গোড়াতেই ওই পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। আইন প্রত্যাহার না করলে পশ্চিম উত্তরপ্রদেশে রীতিমতো ধাক্কা খাওয়ার আশঙ্কা ছিল বিজেপির (BJP)। শুধু তাই নয়, পাঞ্জাবে এমনিতেই দুর্বল গেরুয়া শিবির, কার্যত অস্তিত্বহীন হয়ে যেতে বসেছিল। কৃষি আইন প্রত্যাহার না করলে তার ফলাফল যে ভাল হবে না, সেটা সদ্যসমাপ্ত উপনির্বাচনেই টের পেয়েছে বিজেপি। সম্ভবত সেকারণেই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের ভোটের আগে ঝুঁকি নিতে চায়নি সরকার।

Possible reasons why Farm Laws have been withdrawn by Modi government

২। ভাবমূর্তি বাঁচানোর চেষ্টা: সরকার যখন সাড়ম্বরে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে, তখন রাজধানীর উপকন্ঠে এভাবে দেশের অন্নদাতাদের বিক্ষোভ মোটেই সরকারের জন্য ভাল বিজ্ঞাপন নয়। লাগাতার বিক্ষোভ, একের পর এক কৃষকের মৃত্যু ‘বিশ্বনেতা’ মোদির (Narendra Modi) ভাবমূর্তিতে ভালমতোই ধাক্কা দিচ্ছিল। হাজার চেষ্টা করেও কৃষকদের দিয়ে বিক্ষোভ প্রত্যাহার করানো সম্ভব হয়নি। কৃষকরা মোটামুটি স্পষ্ট করে দিয়েছিলেন, আইন (Farm Laws) প্রত্যাহার না করলে তাঁরা সরবেন না। তাই ভাবমূর্তি ফেরাতে কৃষি আইন প্রত্যাহার করতে একপ্রকার বাধ্যই হল সরকার।

Possible reasons why Farm Laws have been withdrawn by Modi government

[আরও পড়ুন: Farm Laws: এখনই আন্দোলন থামছে না, কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পরও অনড় কৃষকরা]

৩। ফ্যাসিস্ট তকমা সরানোর চেষ্টা: সরকার ফ্যাসিস্ট, বিরোধী স্বরকে গুরুত্ব দেয় না, মোদি একরোখা, একনায়ক। গত সাত বছরে কেন্দ্রের বিরুদ্ধে এগুলিই ছিল বিরোধীদের সবচেয়ে বড় অভিযোগ। কিন্তু কৃষি আইন প্রত্যাহার করে প্রধানমন্ত্রী এই সব অভিযোগকে ভ্রান্ত প্রমাণ করার চেষ্টা করলেন। বোঝাতে চাইলেন, বিরোধীদের কন্ঠস্বর তিনিও শোনেন। নাগরিকদের অভাব অভিযোগকে তিনিও সমান গুরুত্ব দেন। বলা যায়, এই সিদ্ধান্তের ফলে সরকারের বিরুদ্ধে বড়সড় অস্ত্র খুইয়ে বসল বিরোধীরা। 

৪। কর্পোরেট নয় কৃষকরাই গুরুত্বপূর্ণ: কৃষকদের একটা বড় অংশ থেকে শুরু করে প্রায় গোটা বিরোধী শিবির দাবি করে আসছিল, তিনটি কৃষি আইন আনার নেপথ্যে মোদির আসল উদ্দেশ্য ছিল নিজের কর্পোরেট বন্ধুদের পাশে দাঁড়ানো। কিন্তু আইন প্রত্যাহারের সময় প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, তিনি সততার সঙ্গে কৃষকদের ভালই করতে চেয়েছিলেন। এদিন প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “আমাদের সরকার ছোট কৃষকদের কথা ভেবে, দেশের কথা ভেবে, গ্রাম এবং গরিবদের উন্নতির কথা ভেবে পূর্ণ সততার সঙ্গে এই আইন এনেছিল। কিন্তু এই সহজ কথা আমাদের হাজার চেষ্টার পরও আমরা কৃষককে বোঝাতে পারিনি। অল্প সংখ্যক কৃষক এর বিরোধিতা করলেও, সেটাই আমাদের কাছে জরুরি।”

[আরও পড়ুন: মমতার দিল্লি সফরে বড় চমক! তৃণমূলে যোগ দিতে পারেন গান্ধী পরিবারের সদস্য, তুঙ্গে জল্পনা]

৫। ছোট কৃষকদের সমবেদনা পাওয়ার চেষ্টা: প্রধানমন্ত্রী মোদি বরাবরই বলে এসেছেন, কৃষি আইন তিনি এনেছেন দেশের ৯০ শতাংশ ছোট কৃষকদের কথা ভেবে। আজ আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে মোদি আক্ষেপের সুরে বললেন,”কৃষকদের আর্থিক পরিস্থিতির উন্নতিতে আমরা পূর্ণ সততার সঙ্গে কাজ করছি। ছোট কৃষকদের উন্নতির জন্য, তাঁরা আরও শক্তি পাক, সেটা নিশ্চিত করার জন্য তিনটি কৃষি আইন আনা হয়েছিল। কিন্তু, এই প্রদীপের আলোর মতো সত্য আমরা কিছু কৃষককে বোঝাতে পারিনি।হয়তো আমারই চেষ্টার কোনও ত্রুটি ছিল।” শুধু তাই নয়, যারা যারা এই কৃষি আইনকে সমর্থন করেছেন, তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন মোদি। আসলে, ছোট কৃষকদের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিতে চাইলেন, আমি আপনাদের জন্যই এটা করতে চেয়েছিলাম। কিন্তু আইন প্রত্যাহারে বাধ্য হলাম।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement