সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই ফাটল ধরেছিল মন্দিরের কাঠামোয়। বর্ষার মরশুমে ভেঙেই পড়ল তামিলনাড়ুর (Tamil Nadu) বিখ্যাত শ্রীরঙ্গম মন্দিরের (Srirangam Temple) একাংশ। শুক্রবার গভীর রাতে মন্দিরটির পূর্বদিকের স্তম্ভের একটি প্রবেশদ্বার ভেঙে পড়েছে। যদিও বেশি রাতে মন্দির প্রবেশদ্বার ভাঙায় কেউ নিহত বা আহত হয়নি। যদিও মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন স্থানীয়দের একাংশ।
তামিলনাড়ুর ত্রিচি জেলায় অবস্থিত শ্রীরঙ্গম মন্দির। দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত দেবস্থানে রয়েছে ২১টি ‘গোপুরম’ বা স্তম্ভ। শুক্রবার পূর্বদিকের স্তম্ভের একটি প্রবেশদ্বার ভাঙার পরেই মেরামতি শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ। এইসঙ্গে তাদের তরফে জানানো হয়েছে রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য ৯৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে মন্দিরের সব অংশই খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.