Advertisement
Advertisement

Breaking News

Bulldozer

পোর্শের পালটা বুলডোজার! অভিযুক্ত নাবালকের বাবার রিসর্ট গুড়িয়ে দিল প্রশাসন

বেআইনিভাবে এই রিসর্ট তৈরি করা হয়েছিল বলে অভিযোগ প্রশাসনের।

Porsche crash accused father resort demolished by bulldozer
Published by: Amit Kumar Das
  • Posted:June 9, 2024 9:35 pm
  • Updated:June 9, 2024 9:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের বুলডোজার অ্যাকশন এবার মহারাষ্ট্রের পুনেতে। পোর্শে কাণ্ডে অভিযুক্ত নাবালকের বাবা বিশাল আগরওয়ালের বিলাসবহুল রিসর্ট এবার গুড়িয়ে দিল প্রশাসন। শনিবার সাতারা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মহাবালেশ্বরে অনেকখানি সরকারি জমির উপর বেআইনি ভাবে রিসর্ট বানিয়েছিলেন ব্যবসায়ী বিশাল। যার জেরেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সেখানকার ৮টি কটেজ।

জানা গিয়েছে, পোর্শে কাণ্ডের তদন্তে নেমে পুলিশের নজরে আসে ওই রিসর্ট। এর পর মুখ্যমন্ত্রী একনাথের শিন্ডের কাছে এই ইস্যুতে রিপোর্ট জমা পড়ার পর স্থানীয় জেলা শাসককে নির্দেশ দেওয়া হয় পদক্ষেপের সেইমতো শনিবার বুলডোজার চলে ওই রিসর্টে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, যেখানে ওই রিসর্ট তৈরি হয়েছিল সেটি ৩০ বছরের জন্য একটি ট্রাস্টকে লিজে দিয়েছিল সরকার। তবে ১০ একর ওই জমিকে বেসরকারি রিসর্ট হিসেবে গড়ে তোলা হয়। যা সম্পূর্ণ বেআইনি। পোর্শে কাণ্ডে অভিযুক্ত কিশোরের দাদু সুরেন্দ্র আগরওয়াল ২০১৬ সাল থেকে ওই ট্রাস্টের সদস্য। তাঁর স্ত্রীও রয়েছেন সদস্য হিসেবে। ঘটনার তদন্তে নেমে এবার সেই রিসর্ট গুড়িয়ে দিল প্রশাসন।

Advertisement

[আরও পড়ুন: লোকসভায় প্রধানমন্ত্রীর স্ট্রাইক রেট কমল ২৯ শতাংশ! বাড়ছে রাহুলের সাফল্যের হার]

প্রসঙ্গত, গত ১৯ মে পুণের কল্যাণ নগরে দুই তরুণ ইঞ্জিনিয়ারকে পোর্শে দিয়ে চাপা দিয়েছিল বিশালের নাবালক পুত্র। সেই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ওই কিশোরের বাবা বিশাল, দাদু সুরেন্দ্র এবং কিশোরের মা। পাশাপাশি এই ঘটনা ধামা চাপা দিতে চেষ্টার কোনও কসুর করেনি প্রভাবশালী ওই পরিবার।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বেতন কত, কত মাইনে পান রাষ্ট্রপতি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement