Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

‘শুধু দিল্লি নয়, সারা ভারতের সমস্যা দূষণ’, দূষিত শহরের তালিকা তলব শীর্ষ আদালতের

দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে লাগু হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩।

Pollution is pan-India's problem, Supreme Court seeks list of most polluted cities
Published by: Amit Kumar Das
  • Posted:December 16, 2024 7:01 pm
  • Updated:December 16, 2024 7:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সমস্যা শুধু দিল্লির নয়, গোটা দেশের সমস্যার কারণ হয়ে উঠেছে বায়ু দূষণ’, সোমবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে দেশের সর্বাধিক দূষিত শহরের তালিকা প্রস্তুত করতে কেন্দ্রকে নির্দেশ দিল বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ।

ভয়াবহ দূষণে ধুঁকছে রাজধানী দিল্লি। পরিস্থিতি মোকাবিলায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতেই এদিন আদালত জানায়, দূষণের সমস্যা শুধু দিল্লি বা তার আশপাশের অঞ্চল নয়, গোটা দেশের সমস্যা হয়ে উঠেছে বায়ু দূষণ। ফলে শুধু মাত্র দিল্লির সমস্যা নিয়ে পদক্ষেপ করা ঠিক নয়। সব রাজ্যের দূষণ সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। প্রয়োজনে দূষিত শহরের দূষণ নিয়ন্ত্রণে ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের (সিএকিউএম)’ মতো ব্যবস্থা চালু করা যেতে পারে।

Advertisement

এদিন শুনানি জানানো হয়, দূষণ মোকাবিলায় দিল্লিতে তৃতীয় স্তরের সতর্কতা (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩) লাগু হলেও তা ব্যহত হচ্ছে। কারণ, দিল্লির পার্শ্ববর্তী রাজ্যগুলিতে কোনও দূষণ বিরোধী পদক্ষেপ নেওয়া হয় না। এর জেরেই বিচারপতি ওকার বেঞ্চ কেন্দ্রকে জানায়, “বায়ুদূষণ গুরুতর আকার নিয়েছে এমন শহরগুলির তালিকা তৈরি করে তা শীর্ষ আদালকে দিক কেন্দ্র। সেই তালিকা অনুযায়ী যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমরা সেইমতো গোটা দেশের জন্য পদক্ষেপ নেব। না হলে ভুল বার্তা যেতে পারে যে সর্বোচ্চ আদালত শুধু দিল্লির দূষণ সমস্যা মোকাবিলা করছে।

উল্লেখ্য, দিল্লির দূষণ রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। যদিও শীত পড়ার পরই দূষণ মাত্রাছাড়া আকার নেয়। এই অবস্থায় গত ১৮ নভেম্বর থেকে দিল্লির দূষণ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দিল্লিতে লাগু হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement