Advertisement
Advertisement

Breaking News

কৃষিঋণ মকুব আসলে রাজস্থান সরকারের ‘মাস্টার স্ট্রোক’, মত রাজনৈতিক মহলের

এক চালে বিধানসভা ও ১৯-এর লোকসভায় ঘর বাঁচাতে মরিয়া বসুন্ধরা সরকার৷

Poll heat! Rajasthan CM Vasundhara Raje announces farmer loan waiver

ছবি:‌ প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2018 4:59 pm
  • Updated:June 5, 2018 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষিঋণ মকুব ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্রমেই ক্ষোভ বাড়ছে দেশের কৃষকদের৷ বিক্ষোভ প্রদর্শনে ইতিমধ্যেই মহারাষ্ট্রে হয়ে গিয়েছে ঐতিহাসিক ‘কিষান লং মার্চ’৷ বিক্ষোভ চলছে মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো গেরুয়া শিবিরের ক্ষমতায় থাকা রাজ্যগুলিতে৷ চলতি বছরের শেষের দিকে সেই রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েই হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ সেখানে কার্যত শাসকের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে বিরোধীরা৷ এমত পরিস্থিতিতে মাস্টার স্ট্রোক দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া৷ রাজ্যের কৃষকদের বিপুল পরিমাণ ঋণ মুকুব করে দিলেন তিনি৷ যা দেশীয় অর্থনীতির একদশকের ইতিহাসে সম্ভবত সর্বাধিক৷ এমনই মনে করছেন বিশেষজ্ঞরা৷

[ডিজিটাল প্ল্যাটফর্মে মহিলাদের নিয়ে কুরুচিকর ছবি-বার্তায় রাশ কেন্দ্রের]

Advertisement

জানা গিয়েছে, এর আগে রাজস্থানের কৃষকরা সর্বোচ্চ কৃষি ঋণে ছাড় পেয়েছিলেন ২০০৮-এ৷ তখন রাজ্যের ক্ষমতায় ছিল অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস৷ সেবার রাজ্যের আট লাখ কৃষকের মকুব হয়েছিল প্রায় ১৩৪৫ কোটি টাকা৷ তবে এবার মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকার সেই তুলনায় প্রায় আটগুণ বেশি অর্থাৎ ৮৪০০ কোটি টাকা মুকুব করেছেন৷ এর ফলে লাভবান হচ্ছেন রাজ্যের প্রায় ২৭ লাখ কৃষক৷ যা দেশের অন্যান্য রাজ্যগুলির নিরিখেও নজির বলে দাবি করছে রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি সরকার৷ রাজস্থান সরকারের এক শীর্ষ আধিকারিক জানান, কেবল কৃষকদের মাথা থেকে ঋণের বোঝাই কমাল না সরকার৷ পাশাপাশি আবার যাতে তাঁরা ব্যাকং থেকে কম সুদে নয়া ঋণ নিতে পারেন তার ব্যবস্থাও করে দিয়েছে৷ রাজস্থান সরকারের দাবি, ঋণ মকুবের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন ছোট কৃষকরা৷ কারণ এক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ মকুব করা হয়েছে এবং কোনও সুদ ছাড়াই৷

[কৈরানায় হারের কালমেঘ গিলে আখচাষিদের ৮০০০ কোটি অনুদানের ভাবনা কেন্দ্রের]

কৃষক বিক্ষোভ যদি একটি কারণ হয়, তবে আরও একাধিক কারণে রাজস্থানে তৈরি হয়েছে সরকার বিরোধী আবহাওয়া৷ যাকে ইতিমধ্যেই কাজে লাগাতে শুরু করেছে বিরোধী আসনে থাকা কংগ্রেস৷ সম্প্রতি প্রকাশিত একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজস্থান ধরে রাখা গেরুয়া শিবিরে কাছে কার্যত এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ ২০১৪-র লোকসভা নির্বাচনে রাজস্থান থেকে কংগ্রেসকে হোয়াইট ওয়াশ করেছিলেন মোদি-শাহ জুটি৷ ২৫টি লোকসভা আসনের মধ্যে সবকটি গিয়েছিল তাঁদের ঝুলিতে৷ তবে ২০১৯-এ এর সম্ভবনা অনেকটাই কম৷ তা সাম্প্রতিক কয়েকটি উপ-নির্বাচনের ফলাফলেই ইঙ্গিত পেয়ে গিয়েছে পদ্মশিবিরের হাইকমান্ড৷ বছরের শেষের বিধানসভা ও আগামী বছরের লোকসভাকে মাথায় রেখেই কৃষিঋণ মকুব করা কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের একটি মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement