সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্যাবলো নির্বাচন নিয়ে রাজনীতির অভিযোগ। এবারের কুচকাওয়াজে মোট ১৬টি রাজ্যের ট্যাবলো জায়গা পাচ্ছে। তার মধ্যে ইন্ডিয়া জোটের দখলে থাকা মাত্র ৩ রাজ্যের ট্যাবলোকে ঠাঁই দেওয়া হয়েছে।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে (Republic Day parade) এবার থাকছে ১৬ রাজ্যের ট্যাবলো। বাংলা, দিল্লি এবং পাঞ্জাবের ট্যাবলো দিল্লি আগেই বাতিল করেছিল। যুক্তি দেওয়া হয়েছিল, ওই রাজ্যগুলির ট্যাবলোর থিম দেশের বৃহত্তর ভাবনার সমার্থক নয়। এবার ট্যাবলোর যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোটের দখলে থাকা মাত্র ৩ রাজ্যকে ওই তালিকায় জায়গা দেওয়া হয়েছে। সেগুলি হল কংগ্রেস শাসিত তেলেঙ্গানা, জেএমএম-কংগ্রেস শাসিত ঝাড়খণ্ড এবং ডিএমকে-কংগ্রেস (Congress) জোট শাসিত তামিলনাড়ু।
বাকি ১৩টি রাজ্যের মধ্যে ১০টি হয় বিজেপির (BJP), নয় বিজেপি জোট শাসিত। এর মধ্যে রয়েছে গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান প্রভৃতি রাজ্য রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কাশ্মীরের ট্যাবলো ঠাঁই পাচ্ছে এবারের কুচকাওয়াজে। এর বাইরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার ট্যাবলো জায়গা পাচ্ছে এবারের কুচকাওয়াজে। এই দুই রাজ্যে সরাসরি বিজেপির সরকার না থাকলেও দুই রাজ্যের শাসকদলই বিজেপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে।
পশ্চিমবঙ্গের তরফে রাজ্যে নারী শিক্ষার সূচনা থেকে কন্যাশ্রী (Kanyashree) প্রকল্প পর্যন্ত যাত্রা-সম্বলিত ট্যাবলোর নকশা পাঠানো হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। পাঞ্জাবের ট্যাবলোর ক্ষেত্রেও একই ধরনের যুক্তি দেখানো হয়েছে। যদিও বিরোধীদের দাবি, এভাবে বেছে বেছে বিরোধীদের ট্যাবলো বাদ দেওয়া হচ্ছে শুধুই রাজনৈতিক প্রতিহিংসা থেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.