সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিএ জোটের প্রথম প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আরোগ্য কামনার ঢল নামল দেশে৷ রাজধানী দিল্লি থেকে ভোপাল, দেশের বিভিন্ন প্রান্তে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় চলছে যজ্ঞ-পূজাপাঠ৷ হিন্দু-মুসলিম নির্বিশেষে প্রিয় প্রধানমন্ত্রীর জন্য চলছে প্রাথনা৷ স্কুল পড়ুয়ারা শামিল প্রার্থনায়৷
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে যজ্ঞ করে চলছে বাজপেয়ীর আরোগ্য কামনা৷ লখনউয়ের এনডি কনভেন্ট পাবলিক স্কুলে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্যে প্রার্থণায় বসেছেন পড়ুয়ারা। প্রিয় নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশের বিজেপি কর্মীদের সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে উৎকন্ঠা৷ বিজেপির বর্ষীয়ান এই নেতার মঙ্গলকামনায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, ভোপাল-সহ বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পুজোপাঠ৷ বিজেপি নেতাদের দ্রুত আরোগ্য কামনায় যোগীর রাজ্যে ১১জন পুরোহিতকে দিয়ে ‘মহামৃত্যুঞ্জয়’ মন্ত্র উচ্চারণে যজ্ঞ শুরু হয়েছে৷
#WATCH Prayers underway for #AtalBihariVaajpayee in ND Convent Public School in Lucknow pic.twitter.com/F5Y0BZsAsf
— ANI UP (@ANINewsUP) August 16, 2018
দেশের বিভিন্ন প্রান্তে মঙ্গলকামনার পাশাপাশি দিল্লির এইমস চত্বরে উৎসাহী বিজেপি কর্মীদের ভিড় জমতে শুরু করেছে৷ কর্মী-সমর্থকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীর আনাগোনা শুরু হয়েছে৷ ফলে, জোরদার করা হয়েছে এইমস চত্বরের নিরাপত্তা ব্যবস্থা৷ উৎসাহী বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের৷
[চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বাজপেয়ী, দিল্লি যাচ্ছেন মমতা]
Prayers underway for #AtalBihariVaajpayee in ND Convent Public School in Lucknow pic.twitter.com/XfGCPmosE4
— ANI UP (@ANINewsUP) August 16, 2018
বাজপেয়ীকে দেখতে ইতিমধ্যেই দিল্লি উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল তাঁর৷ দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাজপেয়ীর৷ বৃহস্পতিবার সকালে এইমসে গিয়েছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু৷ প্রিয় নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সকালেই হাজির হন বিজেপি সভাপতি অমিত শাহও৷ দীর্ঘক্ষণ হাসপাতালে কাটান তিনি৷ কথা বলেন চিকিৎসকদের সঙ্গে৷ মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অবনতির হওয়ায় ফের হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন দুপুরে বাজপেয়ীর সঙ্গে দেখা করে চোখের জল মুছতে মুছতে এইমস থেকে বেরিয়ে যান লালকৃষ্ণ আডবানী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.