সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগরিকত্ব (সংশোধিত) আইনের (CAA) প্রতিবাদের আঁচে পুড়ছে গোটা দেশ। ম্যাঙ্গালুরুও ব্যতিক্রম নয়। ইতিমধ্যে দক্ষিণের এই শহরে মৃত্যু হয়েছে দুই বিক্ষোভকারীর। পুলিশের বিরুদ্ধে ফুঁসছেন বিক্ষোভকারীরা।এই পরিস্থিতিতেই সামনে এসেছে এক নতুন ভিডিও।ভাইরাল হওয়া সেই ভিডিওতে ম্যাঙ্গালুরুর এক হাসপাতালের ভিতরে পুলিশি তাণ্ডবের ছবি সামনে এসেছে। আর এর জেরে নতুন করে ক্ষোভ দানা বেঁধেছে।
নাগরিকত্ব (সংশোধিত) আইনের প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল দেশের বিভিন্ন প্রান্ত। ম্যাঙ্গালুরুতেও বিক্ষোভকারীরা প্রতিবাদে শামিল হন। অভিযোগ, তাঁরা নাকি পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। এমনকী পুলিশকে মারধর করে বলেও অভিযোগ। এরপরই ‘আত্মরক্ষায়’ পাল্টা লাঠি চালায় পুলিশ। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও ছোড়ে তাঁরা। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালায় বলেও অভিযোগ। সেই গুলিতে জখম হন দুজন। বৃহস্পতিবার বিকেলে তাঁদের হাইল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হয়। দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। তাঁদের হটাতেই পুলিশ তৎপর হয়। অভিযোগ, হাসপাতালের পার্কিং এলাকা ও প্রবেশপথে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
Video 1: Shows that a tear gas shell was thrown in Highland Hospital lobby in Mangaluru and people including caregivers rushing inside. Police entered highland hospital and kicked at ICU doors. People can be seen running. @thenewsminute #CAAProtests pic.twitter.com/Jt8RYILZPM
— Theja Ram (@thejaram92) December 20, 2019
এরপরই ছত্রভঙ্গ জনতা পুলিশি হামলা থেকে নিজেদের বাঁচাতে ম্যাঙ্গালুরুর হাসপাতালের ভিতরে আশ্রয় নেয়। এরপরই হাসপাতালে ঢুকে আসে পুলিশ বাহিনীও। বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এমনকী বিক্ষোভকারীদের বদলে রোগীর পরিজনদের দিকেও লাঠি উঁচিয়ে তেড়ে যায় তাঁরা।সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, গ্যাস থেকে বাঁচতে হাসপাতালের ভিতর মুখে কাপড় জড়িয়ে দৌড়াচ্ছেন অনেকে। হাসপাতালের লবিতে লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ। পুলিশ কর্মীদের একটা দলকে আইসিইউ-র দরজাতে লাথি চালাতেও দেখা যাচ্ছে সেই ভিডিয়োতে। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের খোঁজে হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এমনকী ওয়ার্ডের দরজায় লাথি মেরে খোলার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Video 2- Shows police trying to kick and enter a room in the Highland Hospital ward in Mangaluru. They were looking for protesters, but hospital authorities say they lathicharged everyone including attenders. @thenewsminute #CAAProtests pic.twitter.com/LiYvhJqM83
— Theja Ram (@thejaram92) December 20, 2019
বৃহস্পতিবার দিনের শুরুতেই বেঙ্গালুরুতে CAA বিরোধী মিছিলের পর আটক করা হয় ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে। তার জেরে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠায় জায়গায় জায়গায় কারফিউ জারি করা হয়। সন্ধের পর কারফিউ অগ্রাহ্য করেই ফের ম্যাঙ্গালুরুতে বিক্ষোভে শামিল হন অনেকে। সেখান থেকেই এমন অপ্রীতিকর পরিস্থিতি। যদিও পুলিশ প্রশাসনের দাবি, পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে দেখেই গুলিচালনা হয়েছিল। তবে তাতে মৃত্যুর ঘটনা কার্যত দক্ষিণ ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের আগুনে ঘৃতাহুতি দিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.