ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কৃষককে বন্দুক উঁচিয়ে হুমকি দেওয়ার ঘটনায় ট্রেনি আইএএস পূজার খেদকারের মা মনোরমা খেদকারকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার তাঁর বাংলোয় তল্লাশি অভিযান চালিয়ে পিস্তল ও তিনটি বুলেট বাজেয়াপ্ত করল পুনে পুলিশ। তদন্তকারীদের দাবি এই বন্দুক দেখিয়েই কৃষককে হুমকি দিয়েছিলেন মনোরমা। যে ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।
কন্যার কীর্তি নিয়ে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক সেই সময়ে প্রকাশ্যে এসেছে পূজার (Puja Khedkar) মায়ের বিতর্কিত ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বন্দুক উঁচিয়ে মহারাষ্ট্রের এক কৃষককে হুমকি দিচ্ছেন মনোরমা খেদকার। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ফাঁকা জমিতে জেসিবি দাঁড় করানো। সেখানে দেহরক্ষীদের সঙ্গে নিয়ে এক কৃষককে শাসাচ্ছেন মনোরমা। জমি সংক্রান্ত বিষয়ে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছেন। একটা সময় বচসার মাঝে পকেট থেকে একটি বন্দুক বার করে তেড়ে আসতেও দেখা যায়। দাবি করা হয়, ওই কৃষকের জমি জবরদখল করার চেষ্টা করছিলেন মনোরমা। কৃষক বাধা দেওয়ায় শাসানি দেওয়ার পাশাপাশি বন্দুক নিয়ে ভয় দেখানো হয়।
ভিডিও ভাইরাল হতেই পূজার মায়ের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়। যার অন্যতম খুনের চেষ্টার অভিযোগ। গোটা ঘটনার তদন্তে নামে পুনে পুলিশ। এর পর গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় তাঁকে। শনিবার মনোরমার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, বুলেট ছাড়া একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। এই গাড়িটিকেও দেখা গিয়েছিল ভাইরাল ভিডিয়োতে। সব মিলিয়ে মেয়ের পাশাপাশি চাপে মা মনোরমাও।
উল্লেখ্য, পূজার মায়ের মতো তাঁর বাবার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পুজার বাবা দিলীপ খেদকারকে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে বার দুই তাঁকে সাসপেন্ড করেছে মহারাষ্ট্র সরকার। পূজা নিজে এই মুহূর্তে অভিযোগে বিদ্ধ। এবার পুলিশের জালে ধরা তাঁর মা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.