Advertisement
Advertisement

Breaking News

Kashmir

স্বাধীনতার দিবসের ২৪ ঘণ্টা আগে জঙ্গি হানা, কাশ্মীরে শহিদ দুই পুলিশ কর্মী

জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।

Police party attacked in Nowgam bypass area, 2 cops killed
Published by: Paramita Paul
  • Posted:August 14, 2020 11:11 am
  • Updated:August 14, 2020 11:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের প্রাক্কালেই সন্ত্রাস হামলায় (Terrorist Attack) শহীদ হলেন দুই পুলিশ কর্মী। শুক্রবার সকালেই শ্রীনগরের (Srinagar) নওগ্রাম এলাকায় হামলা চালাল জঙ্গিরা। তাদের গুলিতে দুজনের মৃত্যু হয়। এরপর থেকেই গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। চলছে তল্লাশি।

এদিন সকালে নওগ্রাম (Nawgram) বাইপাসে টহল দিচ্ছিল পুলিশের ভ্যান। আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় জঙ্গি এসে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে। হঠাৎ হামলার প্রতিরোধ গড়ে তোলার আগেই গুরুতর জখম হন তিন পুলিশ কর্মী। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। আরেকজন মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী জঙ্গিদের পরিচয় মেলেনি। তাঁরা গুলি ছুঁড়তে ছুঁড়তেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Advertisement

[আরও পড়ুন : নাশকতার আশঙ্কা, স্বাধীনতা দিবস বয়কটের ডাক উত্তর-পূর্বের জঙ্গি সংগঠনগুলির]

কাশ্মীরে (Kashmir) টহলদারি পুলিশি ভ্যানকেই বারবার টার্গেট করছে জঙ্গিরা। ওয়াকিবহাল মহল বলছে, অতর্কিতে সেই ভ্যানগুলিতেই হামলা চালাচ্ছে। বাইকে পেটে এসে আততয়ীরা গুলি চালিয়ে চম্পট দিচ্ছে।  কিছু দিন আগের এই ঘটনায় বাংলার এক জওয়ান শহিদ হন। এবার ফের একই কায়দায় নওগ্রাম বাইপাসে টহলরত পুলিশি ভ্যানে হামলা চালাল জঙ্গিরা। 

[আরও পড়ুন : বানচাল স্বাধীনতা দিবসে নাশকতার ছক, পুলওয়ামা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement