সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন কিছুই নয়। সেই অভিযোগেই যেন সিলমোহর দিল সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। তাতেই দেখা গিয়েছে, পুলিশ আধিকারিক নিজের হবু স্ত্রীর কাছ থেকেও ‘ঘুষ’ নিচ্ছেন। সত্যাসত্য বিচারের আগে ভাইরাল ভিডিও ঘিরে উঠেছে সমালোচনার ঝড়। শীর্ষকর্তাদের রোষের মুখে পড়েছেন ওই পুলিশ আধিকারিক।
নিশ্চয়ই আর পাঁচজনের মতো পুলিশের ঘুষ নেওয়ার প্রসঙ্গ টেনে সমালোচনার সুর চড়িয়েছেন আপনিও। কিন্তু সমালোচনা করার আগে প্রকৃত সত্যটা জানুন। এই ভিডিওতে দেখা গিয়েছে রাজস্থানের উদয়পুরে কর্মরত ধনপত নামে এক পুলিশ আধিকারিক এবং তাঁর হবু স্ত্রী কিরণকে। ভিডিওটির কোনও সত্যতা নেই। এটি আসলে প্রি-ওয়েডিং শুট। তাতে দেখা গিয়েছে, বাগদত্তা কিরণ হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিলেন। তাঁকে আটকাচ্ছেন ধনপত। কিরণ তখন ধনপতের পকেটে কিছু টাকা গুঁজে দিয়ে চলে যান।
তবে ধনপত পরে বুঝতে পারেন যে তাঁর পকেট থেকে টাকা রাখার ব্যাগটি উধাও হয়ে গিয়েছে। মানিব্যাগটি ফেরত নিতে ফের কিরণের সঙ্গে দেখা পুলিশ আধিকারিকের। আর সেই সাক্ষাতেই দু’জনের মন দেওয়া-নেওয়া।
প্রি-ওয়েডিং শুটের ভিডিওটি আপলোড করা হয় ইউটিউবে। তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি চিতোরগড়ে কর্মরত এক পুলিশ আধিকারিকের চোখে পড়ে। নজরে আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও। ভিডিওর পরিপ্রেক্ষিতে রেঞ্জ ইনস্পেক্টরদের উদ্দেশ্যে নোটিস জারি করেন আইজি (আইনশৃঙ্খলা) হাওয়া সিং ঘোমারিয়া। পুলিশের উর্দি গায়ে ঘুষ নেওয়া অবমাননাকর বলেই দাবি কর্তৃপক্ষের। প্রি-ওয়েডিং শুটে কোনওভাবেই পুলিশের উর্দি ব্যবহার করা যাবে না বলেই নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।
ডেস্টিনেশন ওয়েডিং, প্রি-ওয়েডিং শুট বর্তমান ট্রেন্ড। যুগের হাওয়ায় গা ভাসাতে গিয়ে যে এমন বিপত্তি হবে, তা বুঝতেও পারেননি ধনপত। এই ভিডিওর মাধ্যমে চাকরিতে কুপ্রভাব পড়বে কি না, সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে সমালোচিত পুলিশ আধিকারিকের। চাপের মুখে পড়ে ওই ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.