Advertisement
Advertisement

কর্ণি সেনাকে পেটাল পুলিশ, মুখ খুললেন উপরাষ্ট্রপতিও

'পদ্মাবতী' নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণই নেই।

police lathicharge Karni Sena members in Rajasthan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2017 2:11 pm
  • Updated:September 22, 2019 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ‘পদ্মাবতী’ নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি। শনিবার সঞ্জয় লীলা বনশালির আসন্ন সিনেমার বিরুদ্ধে হরিয়ানার রাজপথে নেমে বিক্ষোভ দেখায় রাজপুত কর্ণি সেনা। রাজ্যের ডেপুটি কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা।

[‘পদ্মাবতী’র সমর্থনে এবার ব্ল্যাকআউটের ডাক মুম্বইয়ের চলচ্চিত্র মহলের]

সংগঠনের সভাপতি মহিপাল সিং মাকরানা জানিয়েছেন, হরিয়ানাতে কোনওভাবেই ‘পদ্মাবতী’ সিনেমাকে মুক্তি পেতে দেওয়া হবে না। এই বিষয়ে একটি স্মারকলিপি সংগঠনের তরফে ডেপুটি কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে। শুধু হরিয়ানাতেই নয়, এদিন রাজস্থানের একাধিক শহরে বনধের ডাক দিয়েছে রাজপুতদের সংগঠনটি। ভিলওয়াড়া, মণ্ডল ও হামিরগড় টাউনে বিক্ষোভ দেখায় সংগঠনটির সদস্যরা। তাঁদের বিরুদ্ধে স্থানীয় একটি সিনেমা হলে ঢুকে দর্শকদের উত্যক্ত করার অভিযোগ ওঠে। সিনেমা হলের কর্মীদের মারধর করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।

Advertisement

কর্ণি সেনাপ্রধান লোকেন্দ্র সিং জানিয়েছেন, দলের প্রত্যেক সদস্যই ‘পদ্মাবতী’ মুক্তির বিরোধী। রিলিজের দিন ঘোষণা করলে তাঁদের আন্দোলনের তীব্রতা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিহাস বিকৃতির অভিযোগে পদ্মাবতীর পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে সরব হয়েছে কর্ণি সেনা। সরাসরি না হলেও আজ এই প্রসঙ্গে মুখ খুলেছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়্ডুও। কারও নাম না করে তিনি বলেন, ‘কাউকে শারীরিকভাবে হেনস্তা করার হুমকি গণতন্ত্রে সহ্য করা হবে না। কয়েকটি সিনেমা ঘিরে নতুন এক সমস্যা তৈরি হয়েছে। ছবিগুলি একটি বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে দাবি করে বিক্ষোভ, প্রতিবাদে নামছে কিছু মানুষ। তার মধ্যে অত্যুৎসাহী একদল লোক মাথার দাম ঘোষণা করে দিচ্ছে। এদের হাতে অত টাকা আছে কিনা, সন্দেহ হয় আমার। সকলেই কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে। এক কোটি টাকা কি মুখের কথা?’

[অন্য রাজ্য ছবি নিষিদ্ধ করলে বাংলায় আসুন, ‘পদ্মাবতী’কে স্বাগত মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement