সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। কালী বিতর্কে এমনিতেই দেশজুড়ে তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ দায়ের হয়েছে। এবার প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে জড়িয়ে বিতর্কিত টুইট করায় অসমে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। অসমের শিবসাগরে তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে অসম পুলিশ সূত্রের খবর।
My first of new twitter series on replacements for unparliamentary words .
Banned word- Sexual Harassment
Replacement- Mr. Gogoi— Mahua Moitra (@MahuaMoitra) July 14, 2022
বাদল অধিবেশনের (Monsoon Session) আগে সংসদে জারি হওয়া শব্দ ‘ফতোয়া’র প্রতিবাদ করতে গিয়ে তৃণমূল সাংসদ প্রাক্তন প্রধান বিচারপতিকে জড়িয়ে একটি টুইট করেন। বৃহস্পতিবার মহুয়া (Mahua Moitra) জানান, এবার থেকে ‘যৌন হেনস্তা’র বদলে ব্যবহার করা হবে ‘মিস্টার গগৈ’ শব্দটি। তৃণমূল সাংসদের নিশানায় ছিলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রধান বিচারপতি থাকাকালীনই গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। সেই কাণ্ডের স্মৃতি উসকে দিতেই মহুয়া টুইটটি করেন।
যদিও সেই টুইটের পর নেটদুনিয়ায় রীতিমতো আক্রমণের মুখে পড়তে হয় মহুয়াকে। আসলে মহুয়ার টুইটে রঞ্জন গগৈয়ের নাম উল্লেখ ছিল না। শুধু ‘মিস্টার গগৈ’ লেখা ছিল। নেটিজেনদের দাবি ছিল এভাবে গোটা ‘গগৈ’ সমাজকে অপমান করছেন মহুয়া। বাধ্য হয়ে পরে নিজের সাফাইয়ে আরও একটি টুইট করতে হয় তৃণমূল (TMC) নেত্রীকে। এবারে তিনি টুইট করে বলেন গগৈ পদবির সবাইকে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না। তিনি ‘মিস্টার গগৈ’ বলতে রঞ্জন গগৈকেই (Ranjan Gogoi) বুঝিয়েছেন।
Just for those sanghis twisting tweet to say I targetted all Gogois let me spell it out:
Mister Ranjan Gogoi. Honourable MP, Rajya Sabha. https://t.co/FKJBhNOEz8
— Mahua Moitra (@MahuaMoitra) July 15, 2022
কিন্তু তাতেও শেষরক্ষা হল না। অসমের (Assam) শিবসাগর জেলায় জাতীয় সংগ্রামী সেনা নামের একটি সংগঠন মহুয়ার নামে এফআইআর দায়ের করেছে। তাঁদের অভিযোগ, মহুয়া গোটা অসমকে অপমান করেছেন। কারণ অসমের বহু বাসিন্দার পদবিই গগৈ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.