Advertisement
Advertisement
Manish Sisodia

‘আই লাভ মণীশ সিসোদিয়া’, দিল্লির স্কুলে প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর সমর্থনে ব্যানার! দায়ের মামলা

মদ কেলেঙ্কারিতে এই মুহূর্তে জেলবন্দি মণীশ সিসোদিয়া।

Police case against Delhi school for
Published by: Biswadip Dey
  • Posted:March 5, 2023 1:20 pm
  • Updated:March 5, 2023 1:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ কেলেঙ্কারিতে গত রবিবার সন্ধেয় গ্রেপ্তার করা হয় দিল্লির সদ্যপ্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia)। জামিনের আবেদন খারিজ হওয়ায় হোলির উৎসব জেলবন্দি হয়েই কাটবে তাঁর। এই পরিস্থিতিতে দিল্লির এক স্কুলে ‘আই লাভ মণীশ সিসোদিয়া’ লেখা ব্যানার ঝুলতে দেখা গেল। যাকে ঘিরে বিতর্ক ঘনিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের আপত্তির পরে অবশ্য সেই ব্যানার সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই এই ঘটনা গড়িয়েছে থানা পর্যন্ত। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঠিক কী হয়েছে? স্থানীয় বাসিন্দা দিবাকর পাণ্ডে জানাচ্ছেন, ”গত শুক্রবার সকাল আটটা-সাড়ে আটটা নাগাদ কয়েকজন আপ কর্মী এসে শাস্ত্রী পার্কের সরকারি একটি স্কুলে গেটের সামনে ব্যানার টাঙিয়ে দেন। সেখানে লেখা ছিল ‘আই লাভ মণীশ সিসোদিয়া’। আমরা এর প্রতিবাদ জানিয়ে বলি, এটা শিক্ষার মন্দির। একে রাজনীতি থেকে দূরে রাখুন।”

Advertisement

[আরও পড়ুন: প্রেমের টানে দুই সন্তানের বাবাকে বিয়ে, দু’মাসেই ভাঙল ভুল! মর্মান্তিক পরিণতি মহিলার]

এমন ঘটনায় স্কুলের প্রিন্সিপাল কী বলছেন? দিবাকরের কথায়, ”ওঁরা বাচ্চাদের মগজধোলাই করতে চাইছেন। আমরা প্রিন্সিপালের দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে অপারগ।” তাঁর সপাট বক্তব্য, ”শিশুরা একজন অ্যালকোহল-আসক্তকে সমর্থন করছে, এটা কখনও হতে পারে?”

এদিকে শনিবার দিল্লির বিশেষ সিবিআই (CBI) বলে, আবগারি দুর্নীতির তদন্তে সহযোগিতা করছেন না মণীশ সিসোদিয়া। তাঁকে আরও তিনদিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফের আইনজীবী। কার্যত সেই আবেদনে সাড়া দিয়েই সিসোদিয়াকে আরও দু’দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ মার্চ।

[আরও পড়ুন: ভুল চিকিৎসায় রোগী মৃত্যু, ৬ মাসের জন্য বর্ধমানের চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement