Advertisement
Advertisement

Breaking News

YouTuber Gaurav Taneja

চলন্ত মেট্রোয় অনুরাগীদের সঙ্গে জন্মদিন পালনের আয়োজন, গ্রেপ্তার বিখ্যাত ইউটিউবার

ইনস্টাগ্রামে অন্যরকমভাবে জন্মদিন পালনের ইচ্ছাপ্রকাশ করেছিলেন ওই ইউটিউবার।

Police arrested YouTuber Gaurav Taneja after his followers thronged the metro station in Noida । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 10, 2022 10:32 am
  • Updated:July 10, 2022 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিন সকলের কাছেই বেশ স্পেশ্যাল। আর সেই বিশেষ দিনে সকলকে চমক দিতে চেয়েছিলেন বিখ্যাত ইউটিউবার গৌরব তানেজা ( YouTuber Gaurav Taneja )। সোশ্যাল মিডিয়ায় ‘ফ্লাইং বিস্ট’ নামে পরিচিত। অভিনব উপায়ে নয়ডা মেট্রো স্টেশনে জন্মদিন পালন করতে গিয়ে শেষমেশ গ্রেপ্তার হতে হল তাকে। যদিও রবিবারই জামিন পেয়ে যান ওই ইউটিউবার।

ঠিক কী হয়েছিল? বিখ্যাত ইউটিউবার গৌরব তানেজা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। তিনি জানান, নয়ডা মেট্রো রেল কর্পোরেশনের একটি মেট্রোর কোচ বুক করেছেন। কারণ, সেখানেই চলতি বছর অনুরাগীদের সঙ্গে জন্মদিন পালন করবেন। শনিবার দুপুর ২টোর সময় মেট্রো স্টেশনে খোদ হাজির থাকবেন বলেও ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করেন। কথা রেখেছিলেন গৌরব। নির্দিষ্ট সময়ে মেট্রো স্টেশনে পৌঁছে যান তিনি। দেখেন, অগণিত অনুরাগী মেট্রো স্টেশনে রয়েছেন। রীতিমতো হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকজন পদপিষ্টও হন। ভিড় সামাল দিতে কার্যত হিমশিম দশা। সেক্টর ৪৯-এর পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

YouTuber Gaurav Taneja

[আরও পড়ুন: ১০-১৬ জুলাইয়ের Horoscope: স্বার্থান্বেষী সহকর্মীদের থেকে দূরে থাকুন এই রাশির জাতকরা, কী রয়েছে আপনার ভাগ্যে?]

গৌরব চলন্ত মেট্রোর কোচ বুক করেছিলেন সেকথা স্বীকার করেন নয়ডা মেট্রো কর্পোরেশনের আধিকারিকরা। তাঁরা জানান, বারবার গৌরবকে জানানো হয়েছিল একটি কোচে সর্বোচ্চ ৫০ জন উঠতে পারেন। যদিও ভিড় বেশি হয়, সেক্ষেত্রে আগে থেকে পুলিশকে জানানোর কথাও বলা হয়েছিল। তবে মেট্রো কর্তৃপক্ষের দেওয়া কোনও শর্তই ইউটিউবার মানেননি বলেই অভিযোগ।

এরপর ১৪৪ ধারা ভাঙার অভিযোগে গৌরবকে প্রথমে আটক করে পুলিশ। পরে ভারতীয় দণ্ডবিধির ২৪১ এবং ১৮৮ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়। যদিও রবিবার সকালে জামিনে মুক্তি পান ইউটিউবার।

এদিকে, গৌরবের জন্মদিনে চমক দেওয়ার আয়োজনে চরম বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। মেট্রো পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়।

[আরও পড়ুন: মালবাজারে চলন্ত বাইকে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, তারপর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement