Advertisement
Advertisement

Breaking News

সিবিএসই প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার কোচিং সেন্টারের মালিক, দুই শিক্ষক

তদন্তে সাহায্য করছে গুগলও।

Police arrest coaching centre owner and 2 teachers in CBSE papers leak
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 1, 2018 2:25 pm
  • Updated:July 2, 2019 6:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকজনের অপরাধ মাশুল দিতে হচ্ছে গোটা ছাত্রসমাজকে। সিবিএসই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জেরে ফের পরীক্ষায় বসতে হবে পডুয়াদের। তবে এবার এই কাণ্ডে এক কোচিং সেন্টারের মালিক ও দুই শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ।

[  চিনে প্রতিনিধিদলকে নেতৃত্ব দিতে মমতাকে অনুরোধ সুষমার ]

Advertisement

কীভাবে চলত এই প্রশ্নফাঁস চক্র। জানা যাচ্ছে, ওই দুই শিক্ষকের নাম ঋষভ এবং রোহিত। তাঁরা দিল্লিরই স্কুলে শিক্ষকতা করতেন। জুজনের সঙ্গেই বিশেষ একটি কোচিং সেন্টারের সম্পর্ক ছিল। নির্ধারিত সময়ের আগেই দুই শিক্ষর প্রশ্নের প্যাকেট খোলেন। তারপর তা পাঠিয়ে দেন কোচিং সেন্টারের মালিক তাকিরের কাছে। তাকিরই তাঁর সেন্টারের ছাত্রছাত্রীদের মধ্যে ওই প্রশ্ন ছড়িয়ে দেন। কখনও উত্তরও সরবারহ করেন। পুরো ঘটনার তদন্তে নেমে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ বেশ কয়েকজন পড়ুয়াকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদের সূত্রেই মূল পাণ্ডাদের হদিশ মেলে। এখনও পর্যন্ত প্রায় ৬০ জনকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যার মধ্যেই পঞ্চাশ জনেরও বেশি পডুয়া। যত দিন গড়াচ্ছে এ নিয়ে নতুন নতুন তথ্য আসছে গোয়েন্দাদের হাতে। এদিকে বেশ কয়েকটি হোয়্যাটসঅ্যার গ্রুপেও ছড়িয়েছিল প্রশ্নপত্র। সেগুলিকেও চিহ্নিত করে চলছে তদন্ত প্রক্রিয়া।

[  বিহারে দাঙ্গায় উসকানির অভিযোগে অবশেষে গ্রেপ্তার বিজেপি নেতা ]

পাশাপাশি, পুরো তদন্তে সহায়তা করছে গুগলও। যে মেল আইডি থেকে প্রশ্ন ফাঁসের বিষয়টি সিবিএসি চেয়ারপার্সনকে জানানো হয়েছিল, সেটির উৎস সন্ধান চলছে। জানা যাচ্ছে, একটি পড়ুয়াই হোয়্যাটসঅ্যাপে অঙ্ক প্রশ্ন পেয়েছিল। সে তার বাবার মেল আইডি থেকে ইমেল করে থেকে বোর্ড কর্তাদের পুরো বিষয়টি জানায়।

অন্যদিকে অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস নিয়েও আলাদা করে মামলা রুজু হয়েছে। প্রশ্ন ফাঁসের গেরোয় পড়েছে কেন্দ্র। বিরোধীরা এই ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করছে। পুনরায় পরীক্ষা নিয়ে ছাত্রদের মধ্যেই ক্ষোভ কম নয়। এই পরিস্থিতিতে তাড়াতাড়ি এই তদন্তের জাল গোটাতেই সচেষ্ট হয়েছেন গোয়েন্দারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement