সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনাবাহিনীকে ব্যবহার করলে ও শেষ মুহূর্তে মানবিকতার খাতিরে পিছিয়ে না এলে অনেক আগেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে চলে আসত৷ বৃহস্পতিবার এমনই ইঙ্গিত মিলল ভারতীয় বায়ুসেনার চিফ মার্শাল অরূপ রাহার বক্তব্যে৷ এদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এয়ার ফোর্স চিফের বক্তব্যের নির্যাস, ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত ভারত কোনওদিন তার সমরাস্ত্রের পূর্ণ প্রয়োগ করেনি৷ যদি করত, তাহলে অনেকদিন আগেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের ম্যাপে যুক্ত হত!
এরকম বিস্ফোরক বক্তব্য এর আগে অরূপ রাহার মুখে কখনও শোনা যায়নি৷ পাক অধিকৃত কাশ্মীরকে এদিন ভারতের ‘গলার কাঁটা’ বলে উল্লেখ করেন তিনি৷ ভারতীয় বায়ুসেনার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে অটুট রাখতে বায়ুসেনার ভূমিকা অগ্রাহ্য করার উপায় নেই৷” তাঁর বক্তব্য, “পরিস্থিতি হাতের বাইরে চলে না যাওয়া পর্যন্ত ভারত সেনা নামায় করে না, বিশেষত বায়ুসেনা৷” বায়ুসেনা প্রধানের দাবি, যুদ্ধের সময়ও ভারত চূড়ান্ত মানবিকতা বজায় রাখে৷ অতীতে মাত্র কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারত৷ সব ক্ষেত্রেই রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক আইন মেনেই সেনা অভিযান চালিয়েছে৷
তাঁর আরও দাবি, ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে রাজনৈতিক কারণে বায়ুশক্তি ব্যবহার করেনি ভারত৷ যদিও পাকিস্তান ভারতের গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটিগুলিতে বিমান থেকে বোমা নিক্ষেপ করেছিল৷ চিফ মার্শালের দাবি, ভারতের হাতে যথেষ্ট গোলাগুলি থাকা সত্ত্বেও ভারত প্রত্যাঘাত করেনি৷ তাঁর মতে, ভারত মাত্র একবারই বায়ুশক্তির পূর্ণ ব্যবহার করেছিল, ১৯৭১ সালের যুদ্ধে৷ আর সেই যুদ্ধের ফল কী হয়েছিল, সে তো সকলেরই জানা৷ পদাতিক, বায়ুসেনা ও নৌসেনা- ভারতের তিন বাহিনীর সম্মিলিত অভিযানের চূড়ান্ত সাফল্যের ফলে জন্ম নিয়েছিল বাংলাদেশের মতো রাষ্ট্র৷
যদিও এখন ভারত আর ‘লাজুক’ নেই বলেও আজ মন্তব্য করেছেন বায়ুসেনার চিফ মার্শাল অরূপ রাহা৷ তাঁর বক্তব্য, “পরিস্থিতি পাল্টেছে৷ ভারত এখন যে কোনও পরিস্থিতিতে বায়ুসেনার শক্তি প্রদর্শনে প্রস্তুত৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.