সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিশ্বের যে কোনও দেশই চাইলে গ্রেপ্তার করতে পারবে নীরব মোদিকে৷ ঋণখেলাপি হীরা ব্যবসায়ীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল৷ ইন্টারপোলকে রেড কর্নার নোটিস জারি করতে অনুরোধ করেছিল এনফোর্সমেন্ট ডিরক্টরেট৷ তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার৷ একা নীরব মোদি নন, রেড কর্নার নোটিস জারি করা হয়েছে নীরবের ভাই নিশাল মোদির নামেও৷ নোটিস জারি হয়েছে নীরবের সংস্থার অন্যতম কর্তা সুভাষ পরবের বিরুদ্ধেও৷ নোটিস দেওয়ার পাশাপাশি, ইন্টারপোলের তরফে বেশ কয়েকটি দেশকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে নীরব মোদির সন্ধান চালানোর জন্য৷
A Red Corner Notice issued against absconding diamantaire Nirav Modi by Interpol in connection with the multi-crore Punjab National Bank scam
Read @ANI Story | https://t.co/oq4k9hWNXd pic.twitter.com/2n0hN2NLB3
— ANI Digital (@ani_digital) 2 July 2018
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ২০ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে নীরব মোদি এবং তাঁর মামা তথা বিজনেস পার্টনার মেহুল চোকসির বিরুদ্ধে৷ প্রতারণার খবর সামনে আসার আগে থেকেই অবশ্য তিনি দেশছাড়া ছিলেন৷ তাঁর বিরুদ্ধে আপাতত তদন্ত করছে ইডি৷ কিন্তু দেশছাড়া হওয়ায় তদন্তে বিস্তর অসুবিধায় পড়তে হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে৷ নীরবের সঠিক ঠিকানা এখনও জানা নেই তদন্তকারী আধিকারিকদের৷ দিন কুড়ি আগেই গুজব ছড়িয়েছিল ব্রিটেনে আছেন নীরব মোদি৷ ব্রিটেনের আধিকারিকদের তরফে সেকথা স্বীকারও করা হয়েছিল৷ তারপর অবশ্য আর খোঁজ মেলেনি নীরবের৷ ব্রিটেনের আধিকারিকরা নীরবকে ভারতে ফেরানোর ব্যপারে আশ্বাস দিলেও এখনও তাঁর টিকিটিরও দেখা মেলেনি৷
দিন দুয়েক আগেই বিদেশমন্ত্রকের তরফে বেশ কয়েকটি দেশকে অনুরোধ করা হয়েছিল তাঁরা যেন নীরব মোদিকে দেশে ঢোকার অনুমতি না দেয়৷ এছাড়াও ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপের বেশ কয়েকটি দেশকে অনুরোধ করা হয়েছিল নীরবের গতিবিধির উপর নজর রাখার জন্য৷ আসলে, একের পর এক ব্যাংক দুর্নীতির খবর প্রকাশ্যে আসায় রীতিমতো চাপে কেন্দ্র৷ তাই সরকার চাইছে যেনতেনপ্রকারেণ ভোটের আগে রাঘব বোয়ালদের কোনও একজনকে গ্রেপ্তার করে বা দেশে ফিরিয়ে এনে চমক দিতে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ নীরব মোদি ছাড়াও সরকারের লক্ষ্যে আছেন লিকার ব্যারন বিজয় মালিয়াও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.