সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’যুগ আগে ভারতীয় স্বামীর সঙ্গে দিল্লি আসার সময় পরিচয় হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক প্রচারকের সঙ্গে। ঘনিষ্ঠতা বাড়ার পর তাঁকে রাখি পরিয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত কামার মহসিন শেখ। তারপর থেকেই প্রতিবছর নিজের কর্তব্য পালন করে আসছেন তিনি। এদিকে এই সময়ের মধ্যে প্রচারক থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী তারপর দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তাঁর ভাই নরেন্দ্র মোদি। কিন্তু, বিবাহসূত্রে ভারতীয় নাগরিক হয়ে যাওয়া সেই পাকিস্তানি বোনের সঙ্গে সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। প্রতিবছর যে রকমভাবে ভাইকে রাখি পরান এবারও পরিয়েছেন। কোনও কিছুই বাধা হয়নি ভিন্ন ধর্মের ভাই-বোনের সম্পর্কে।
বৃহস্পতিবার সকালে স্বামীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছে যান মহসিন। তারপর রাখি পরিয়ে দেন প্রিয় দাদা মোদিকে। উপহার হিসেবে তাঁর হাতে তুলে দেন স্বামীর হাতে আঁকা ছবিও। আর তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাৎক্ষণিক তিন তালাক আইন প্রণয়নের জন্য ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদির।
এপ্রসঙ্গে তিনি বলেন, ‘মুসলিম মহিলাদের স্বার্থরক্ষার জন্য দারুণ ভাল কাজ করেছেন উনি। ধর্মগ্রন্থ কোরান বা ইসলামে তাৎক্ষণিক তিন তালাকের কোনও স্থান নেই। তাই যা হয়েছে খুব ভাল হয়েছে। দৃঢ় এই পদক্ষেপ উনি ছাড়া আর কেউ নিতে পারতেন না।’
বেশ কয়েক বছর ধরেই তিনি রাখি পড়াচ্ছেন নরেন্দ্র মোদিকে। এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রতি বছরে একদিন আমার বড়ভাইকে রাখি পড়ানোর সুযোগ পাই। তাতেই আমি খুশি। আমি প্রার্থনা করি আগামী পাঁচবছর যেন ওনার খুব ভাল সময় যায়। তিনি যে ইতিবাচক সিদ্ধান্তগুলি নেবেন পুরো বিশ্ব যেন তার প্রশংসা করে।’
গতবছর প্রধানমন্ত্রীকে রাখি পড়ানোর পর কামার মহসিন শেখ বলেছিলেন, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী থাকার সময়ই ওনার সঙ্গে আমার পরিচয় হয়। তখন থেকে এখন, ওনার ব্যবহারে কোনও পরিবর্তন দেখেনি। শুধু এখন উনি ব্যস্ত থাকেন বলে কম দেখা হয়। এছাড়া বাকি সবকিছু ঠিকই আছে।’
Delhi: Qamar Mohsin Shaikh, PM Narendra Modi’s rakhi sister leaves from 7 Lok Kalyan Marg after tying rakhi to PM. She gifted him a painting made by her husband. #RakshaBandhan2019 pic.twitter.com/qsc2jzF6hn
— ANI (@ANI) August 15, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.