সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা আবহে বিরোধী ঐক্য মজবুত করতে বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শুক্রবার সেই ভিডিও কনফারেন্সে কেন্দ্রের আর্থিক প্যাকেজের তুমুল সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী। তাঁর কথায়, কেন্দ্রের আর্থিক প্যাকেজ আদপে নৃশংস রসিকতা। সেই প্যাকেজে পরিযায়ী শ্রমিকদের জন্য কোনও বিশেষ অর্থ বরাদ্দ না করা নিয়েও কেন্দ্রকে দুরমুশ করেন তিনি। এদিনের ভিডিও বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এইচ ডি দেবগৌড়ার মতো বিরোধী নেতৃত্ব। তবে বৈঠকে গরহাজির ছিলেন আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সপা নেতা অখিলেশ যাদব ও বিএসপি নেত্রী মায়াবতী।
Every economist of repute had advised immediate need for a massive fiscal stimulus. PM’s announcement of a grand Rs 20 lakh cr package&FM spelling out its details over next 5 days,have turned out to be a cruel joke:Sonia Gandhi at video conference meeting of 22 opposition parties pic.twitter.com/bdTEY36ZYd
— ANI (@ANI) May 22, 2020
এদিনের বৈঠক থেকে আমফান সুপার সাইক্লোনকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি ওঠে। ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে যাতে পূর্ণ সহায়তা দেওয়া হয়, তা নিয়ে কেন্দ্রের কাছে দাবি তোলা হবে বলেও জানানো হয়েছে। মূলক করোনা পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকার তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেত্রী। একইসঙ্গে সংস্কারের নামে সরকারি ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের তুমুল নিন্দা করেন সোনিয়া। তাঁর কথায়, “সংস্কারের নামে সমস্ত সরকারি ক্ষেত্র বিক্রি করে দেওয়া হল।” করোনা মোকবিলায় কেন্দ্রের ভূমিকারও তীব্র সমালোচনা করেন সোনিয়া গান্ধী। তাঁর কথায়, “সুষ্ঠুভাবে লকডাউন পালন করতে ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার। করোনা মোকাবিলার স্ট্র্যাস্টেজি সরকারের জানা নেই। এমনকী লকডাউন কীভাবে তুলতে হবে, তা সম্পর্কে কেন্দ্র সরকারের সম্যক ধারণা নেই।”
The defining image of the pandemic has been the lakhs of migrant workers, many with children, walking hundreds of kilometers, without money, food or medicines, desperate to reach their home states: Congress interim president Sonia Gandhi https://t.co/2RQZLYQ6ec
— ANI (@ANI) May 22, 2020
এদিন প্রধানমন্ত্রী দপ্তরের হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে বলেও সরব হন সোনিয়া গান্ধী। তাঁর কথায়, কেন্দ্রের অন্যান্য দপ্তরের হাতে কোনও ক্ষমতা নেই। আর্থিক প্যাকেজ নিয়েও সমালোচনায় মুখর হন সোনিয়া গান্ধী। তিনি বলেন, “২০ লক্ষ কোটির প্যাকেজ আদপে নির্দয় রসিকতা। এই প্যাকেজে প্রান্তিক ভাগচাষি, ক্ষুদ্রশিল্প ও পরিযায়ী শ্রমিকদের গুরুত্ব দেওয়া হয়নি।”
Opposition parties urge the Central Govt to immediately declare cyclone Amphan as a national calamity & substantially help the states in facing the impact of this disaster: Resolution passed in the virtual meeting of 22 opposition parties
— ANI (@ANI) May 22, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.