Advertisement
Advertisement

তেজ বাহাদুর কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে তথ্য চাইল পিএমও

প্রধানমন্ত্রীর দপ্তরের সাড়ায় খুশি বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের স্ত্রী৷

PMO seeks report on BSF Jawans video showing apathy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 12, 2017 2:58 pm
  • Updated:January 12, 2017 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানতে চাওয়া হল বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের অভিযোগের বিষয়ে৷ জানা গিয়েছে, বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যাওয়া হয়েছে পিএমও থেকে৷

সেনার সীমান্ত সুরক্ষা বিভাগের ২৯ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিলেন জওয়ান তেজ বাহাদুর৷ জানুয়ারি মাসের আট তারিখ একটি ভিডিও প্রকাশ করে সেনার নিম্নমানের খাবার সরবরাহের কথা ফাঁস করেন তিনি৷ ভাইরাল এই ভিডিওতেই ঝড় ওঠে গোটা দেশে৷ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তবে সেনার তরফে দাবি জানানো হয়েছিল, প্রথম থেকেই বিশৃঙ্খল ও মদ্যপ ওই জওয়ান৷

Advertisement

উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের

সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের

সেনার প্রতিক্রিয়ার তীব্র প্রতিবাদ করেছিলেন তেজ বাহাদুরের স্ত্রী শর্মিলা ও ছেলে রাহুল৷ শর্মিলা জানতে চেয়েছিলেন, যদি তাঁর স্বামী বিশৃঙ্খল ও মদ্যপই হন তাহলে সেনার হয়ে কাজ করছেন কী করে? পরে তেজ বাহাদুরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেনার দুর্নীতি ফাঁস করার অপরাধে বিএসএফ জওয়ানকে মজদুরের মতো কাজ করতে হচ্ছে৷

এদিন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তথ্য জানতে চাওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তেজ বাহাদুরের স্ত্রী শর্মিলা৷ তিনি জানান, আমার স্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই অব্যবস্থার কথা তুলে ধরতে চেয়েছিলেন৷ তিনি সেই কাজে সফল৷

প্রসঙ্গত তেজ বাহাদুরে ঘটনার পরই প্রকাশ্যে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে পাঠানো আরও এক জওয়ানের চিঠি ফাঁস হয়ে যায় সম্প্রতি৷ প্রায় ৯ পাতার ওই গোপন চিঠিতে সেনার অন্দরের কোনও গোপন কথা জানাতেই রাখঢাক করেননি তিনি৷ বৃহস্পতিবারই তেজ বাহাদুরের প্রসঙ্গ তুলে বঞ্চনার অভিযোগ জানিয়ে ভিডিও প্রকাশ করেছেন আরও এক সিআরপিএফ জওয়ান৷ প্রায় ২ মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিও-য় জিত সিং দাবি করেছেন, সেনাবাহিনীর নিয়মিত সদস্যরা পেনশন-সহ যে যে সুবিধা পান, সিআরপিএফ জওয়ানরা তার ছিঁটেফোটাও পান না৷

তেজ বাহাদুরের পর বঞ্চনার অভিযোগে সরব আরও এক জওয়ান

খাবার নেই, খোদ রাজনাথকেই চিঠি আর এক জওয়ানের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement