সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় উলটো রথের শোভাযাত্রায় স্বজনহারাদের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ওই আর্থিক সাহায্য করা হবে।
Rs. 2 lakh ex-gratia from PMNRF would be given to the next of kin of each deceased and Rs. 50,000 would be given to those injured in the mishap in Tripura: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 28, 2023
আগরতলা (Agartala) থেকে কিছুটা দূরে কুমারঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শোভাযাত্রা চলাকালীন রথের চূড়ায় ওই হাই টেনশন তার ছুঁয়ে যায়। সঙ্গে সঙ্গে তড়িদাহত হন রথের পুরোহিত। রথে অগ্নিসংযোগ হয়। যার জেরে হুড়োহুড়ি পড়ে যায়। সেসময় শোভাযাত্রায় বহু মানুষ অংশ নিয়েছিলেন। তড়িদাহত হয়ে এবং অগ্নিসংযোগের জেরে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার পরই উদ্ধারকার্য শুরু করে প্রশাসন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রচুর পুণ্যার্থীকে। দুর্ঘটনার খবর পাওয়ার পর এক মুহূর্ত সময় নষ্ট করেননি মুখ্যমন্ত্রী মাণিক সাহা। আগরতলা থেকে ট্রেনে চড়ে কুমারঘাটের ঘটনাস্থলে পৌঁছন তিনি।
#WATCH | Tripura CM Manik Saha goes to Kumarghat from Agartala by train to inspect the site of Ulta Rath Yatra today where six people died due to electrocution. pic.twitter.com/0FLIVWOAjq
— ANI (@ANI) June 28, 2023
এরপর হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে দেখা করেন। তাঁদের চিকিৎসার কোনও খামতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখেন।
#WATCH | Tripura CM Manik Saha visits victims injured during the Ulta Rath Yatra tragedy when a chariot caught fire during the procession at Kumarghat in Tripura’s Unokoti district, earlier today. pic.twitter.com/qGMA6Zy1a7
— ANI (@ANI) June 28, 2023
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আগে কখনও এরকম ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। জখম ১৬ জন। তাঁরা জেবি হাসপাতালে চিকিৎসাধীন।”
Never before has such an incident happened in the history of Tripura. I went to the accident spot and two hospitals. The seriously injured people have been referred to JB Hospital. A total of 7 people died and 16 were injured: Tripura CM Manik Saha on deaths due to electrocution… pic.twitter.com/PlrZGNGsBm
— ANI (@ANI) June 28, 2023
এদিকে, এই ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তার যথাযথ তদন্তের দাবিতে সরব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
ত্রিপুরার কুমারঘাটে উল্টোরথে ভয়াবহ কান্ড।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যু।
ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এই অব্যবস্থার অভিযোগের কৈফিয়ত বিজেপিকে দিতে হবে।
তদন্ত হোক। দোষীদের শাস্তি চাই।
মৃতদের পরিবারকে জানাই সমবেদনা।
আহতদের আরোগ্য কামনা করি।— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 28, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.