সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যালটে ভোটগ্রহণের পালা মিটেছে৷ তবে একদিনে সেই পরিবর্তন সম্ভব হয়নি৷ কাগজকলম থেকে ডিজিটালে ভোট প্রক্রিয়া রূপান্তরিত হওয়ার পথে চলেছিল লাগাতার প্রচার৷ এবার সেরকম প্রচার ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রেও চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বুধবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে এরকমই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সংসদে শাসকদলের রণকৌশল ঠিক করতেই ছিল এদিনের বৈঠকেই৷ সেখানেই মোদি এ প্রস্তাব দিয়েছেন বলে জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার৷ ঠিক যেভাবে প্রচার চালিয়ে ইভিএম লাগু করা সম্ভব হয়েছিল, ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রেও তেমনটা চান মোদি৷ জনতা যেভাবে নোট বাতিলকে সমর্থন করেছে তার প্রশংসাও যেন করা হয়, বৈঠকে এ প্রস্তাব গৃহীত হয়েছে৷
দেশকে ক্যাশলেস লেনদেনে স্বনির্ভর হয়ে উঠতে প্রধানমন্ত্রী একাধিকবার আহ্বান জানিয়েছেন৷ মন কি বাত-অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, এটি এমন কঠিন কাজ কিছু নয়৷ তরুণ প্রজন্ম যেন এ ব্যাপারে এগিয়ে আসে ও অন্যদের সহায়তা করে৷ হোয়্যাটসঅ্যাপ করার মতোই ক্যাশলেস লেনদেনও সহজ হবে বলে মত ছিল মোদির৷ পরে আরও বলেছিলেন, দেশে যত সংখ্যক মানুষের হাতে মোবাইল আছে তাঁরা ক্যাশলেস লেনদেন করুক৷ তাহলেও একটা মোটা অঙ্কের কালো টাকার লেনদেন রোখা যাবে৷ তাঁর ডাক শুনে অনেকেই এখন এই পন্থা অনুসরণ করছেন৷ এবার এ ব্যাপারে বিজেপির দলীয় নেতারাও যাতে সক্রিয় ভূমিকা নেন, সেই বার্তাই দিলেন মোদি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.