সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশভাগের যন্ত্রণাকে কোনও ভাবেই ভোলা সম্ভব নয়। শনিবার একথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ঘোষণা করলেন ১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ (Partition Horrors Remembrance Day) হিসেবে পালন করা হবে। এদিন টুইট করে এই ঘোষণা করেছেন তিনি।
ঠিক কী জানিয়েছেন প্রধানমন্ত্রী? তিনি টুইটারে লেখেন, ”দেশভাগের যন্ত্রণাকে কখনও ভোলা যাবে না। আমাদের লক্ষ লক্ষ ভাইবোনকে ঘর ছাড়তে হয়েছিল। অর্থহীন ঘৃণা ও হিংসার কারণে কতজনকে প্রাণ হারাতে হয়েছিল। সেই সব মানুষদের সংগ্রাম ও বলিদানকে স্মরণে রেখে ১৪ আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে।” আরেকটি টুইটে মোদি জানান, সামাজিক ভেদাভেদ দূর করে দেশবাসীকে একসুরে বেঁধে রাখতে সাহায্য করবে এই দিনটি।
May the #PartitionHorrorsRemembranceDay keep reminding us of the need to remove the poison of social divisions, disharmony and further strengthen the spirit of oneness, social harmony and human empowerment.
— Narendra Modi (@narendramodi) August 14, 2021
কেবল প্রধানমন্ত্রীই নন, এই দিনটি নিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। তিনি লিখেছেন, ”দেশভাগের সময় হিংসা ও ঘৃণার ছায়ায় আমাদের অসংখ্য ভাইবোনেদের ত্যাগ, সংঘর্ষ ও বলিদানকে স্মরণে রেখে প্রধানমন্ত্রী ১৪ আগস্টকে দিবস হিসেবে ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।”
देश के विभाजन के समय हिंसा व घृणा के साये में विस्थापित हुए हमारे असंख्य बहनों व भाइयों के त्याग, संघर्ष व बलिदान की याद में मोदीजी ने 14 अगस्त को ‘विभाजन विभीषिका स्मृति दिवस’ के रूप में मनाने का निर्णय लिया है। इस संवेदनशील निर्णय पर मैं @narendramodi जी का अभिनंदन करता हूँ।
— Amit Shah (@AmitShah) August 14, 2021
দেশের স্বাধীনতার সঙ্গে সঙ্গে এক অনিবার্য ক্ষতর মতো এসে পড়ে দেশভাগ প্রসঙ্গ। অন্তত ১০ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন বলে জানা যায়। যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা সম্ভবত এর দ্বিগুণেরও বেশি। সেই সঙ্গে অসংখ্য মহিলাকে ধর্ষণ ও অপহরণের কবলেও পড়তে হয়েছিল। দেশ ছাড়তে হয়েছিল দেড় কোটি হিন্দু, শিখ ও মুসলিম ধর্মাবলম্বী মানুষকে। পায়ে হেঁটে কিংবা ভিড় রেলগাড়িতে নিজের ঘরভিটে ছেড়ে একেবারে ভিন্ন জায়গায় গিয়ে তাঁদের সংগ্রাম ঘিরে আজও নাড়া দিয়ে যায় ইতিহাস সচেতন সংবেদী মানুষকে। এদেশের বহু সিনেমা-সাহিত্যে বারবার প্রতিফলিত হয়েছে ঠাঁইনাড়া হয়ে পড়া মানুষের জীবন সংগ্রামের কাহিনি। তবে এতদিন পরে সরকারের এই ঘোষণাকে ঘিরে জল্পনাও তৈরি হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.