সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজবাদী-কংগ্রেস-অখিলেশ-মায়াবতী! প্রত্যেকের ইংরেজি নামের আদ্যক্ষর জুড়লে হয় ‘স্ক্যাম’ বা কেলেঙ্কারি৷ ঠিক এই ভাষাতেই শনিবার মীরাটের সভা থেকে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, উত্তরপ্রদেশকে এই ‘স্ক্যাম’-এর হাত থেকে উদ্ধার করতে বিজেপিকে দরকার৷ উত্তরপ্রদেশে এদিন নির্বাচনী প্রচারে গিয়ে এই কথাই বললেন প্রধানমন্ত্রী৷ আগামী ১১ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে সাত দফার বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে৷
This is BJP’s fight against SCAM-Samajwadi Congress Akhilesh Mayawati: PM Narendra Modi in Meerut pic.twitter.com/1k6ksLK6bv
— ANI UP (@ANINewsUP) February 4, 2017
এদিনের সভায় কী বললেন মোদি, পড়ুন একনজরে:
১. জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইক অনেকেই দেশের মধ্যেই প্রশ্ন তুলছেন৷
40 saal tak faujiyon ki aakhnon mein dhool jhonki gayi. Desh ke liye jaan ki baazi lagane walon ke liye OROP humne laagu kiya: PM Modi pic.twitter.com/FrCvkZG10b
— ANI UP (@ANINewsUP) February 4, 2017
২. ভুলে যাবেন না, গত ৪০ বছর ধরে কেন্দ্রীয় সরকার জওয়ানদের ‘এক পদ, এক পেনশন’ নিয়ে টালবাহানা করছিল৷ বিজেপি সরকার এসেই প্রকল্পটি চালু করেছে৷
৩. ক্ষমতায় এলে আখচাষিদের ঋণ মকুব করে দেওয়া হবে৷
৪. ২০২২ সালের মধ্যে প্রত্যেকের নিজেদের বাড়ি হবে৷ এই লক্ষ্যে কেন্দ্র ‘ভিশন ২০২২’ উদ্যোগ গ্রহণ করেছে৷
Every family needs to have their own house and so we’ve started working towards fulfilling this vision by 2022: PM Modi pic.twitter.com/Yh2ycKZ6VQ
— ANI UP (@ANINewsUP) February 4, 2017
৫. উত্তরপ্রদেশের তখত নিয়ে কখনও বাবা-ছেলে, আবার কখনও কাকা-ভাইপোর মধ্যে দ্বন্দ্ব৷ কী হচ্ছে এটা? কী দশা হয়েছে উত্তরপ্রদেশের৷
৬. উত্তরপ্রদেশই আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে৷ আমি সেই ঋণ শোধ করব৷
৭. আমি দিল্লিতে থাকলেও উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছি৷ কিন্তু ২৫০ কোটি টাকা খরচই করেনি রাজ্য সরকার৷
Rs 4,000 cr was allocated to UP Govt so that they can give health-related aid to you ppl, but they couldn’t even spend Rs 250 cr: PM Modi pic.twitter.com/hHHtVNK0xD
— ANI UP (@ANINewsUP) February 4, 2017
Even if I try and help UP from Delhi, if the state Govt has no intention, the money will go somewhere else: PM Narendra Modi pic.twitter.com/BJndihxtl8
— ANI UP (@ANINewsUP) February 4, 2017
৮. সময় এসে গিয়েছে উত্তরপ্রদেশকে দেশের শ্রেষ্ঠ রাজ্য বানানোর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.