Advertisement
Advertisement

Breaking News

বিভেদ ভুলে অটল জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মোদি-মমতার

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন মনমোহনও।

PM pays tributes to Vajpayee's anniversary
Published by: Utsab Roy Chowdhury
  • Posted:December 25, 2018 5:22 pm
  • Updated:December 25, 2018 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯৪তম জন্মদিনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মনমোহন সিং-সহ রাজনৈতিক জগতের শীর্ষ নেতারা। এদিন সকালে শ্রদ্ধা জানিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন তিনি। রাষ্ট্রীয় সমিতি স্থলে গিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাঁকে। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও লালকৃষ্ণ আদবানি।

[সেনায় যোগ দিল মেয়ে, গর্বে চোখে জল প্রাক্তন মুখ্যমন্ত্রীর]

জন্মদিনের একদিন আগে দলে অটলবিহারী বাজপেয়ীর ভূমিকা উল্লেখ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “অটলজীর জন্য বিজেপি এখন দেশের বৃহত্তম দল। নতুন প্রজন্ম তাঁর সংস্পর্শে এসে ভাগ্যবান। তাঁর বক্তব্য ছিল সব সময় আলাদা। অটলজীর কাছে গণতন্ত্রই শেষ কথা। সংকটের সময় তাঁর হাত ধরেই তৈরি হয় জনতা পার্টি। ক্ষমতা না আদর্শ বেছে নেওয়ার সময় এল যখন, তৈরি করলেন ভারতীয় জনতা পার্টি।” ১৬ আগস্ট দিল্লির এইমস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাজপেয়ী। রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয় তাঁকে। মঙ্গলবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “অটল জয়ন্তীতে তাঁর স্বপ্নের ভারত বানানোর শপথ নিতে চাই।”

Advertisement

[প্রকাশ্যে ফোনেই খুনের নির্দেশ, বিপাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী]

বাজপেয়ীর জন্মদিনে টুইটারে শুভেচ্ছা জানাল ভারতীয় জনতা পার্টি। টুইটারে দলের পক্ষ থেকে লেখা হয়, “বিজেপির প্রাণপুরুষ অটলজীর জন্মদিনের শুভেচ্ছা। যার অনুপ্রেরণায় গোটা দেশে ছড়িয়ে আছে লক্ষ লক্ষ বিজেপি কর্মী-সমর্থক।”কংগ্রেসের পক্ষ থেকেও টুইট করা হয়। লেখা হয়, “অটলবিহারী বাজপেয়ী এমন একজন মানুষ, যাঁকে সবাই সম্মান করে ও ভালবাসে। যিনি বিশ্বাস করতেন, গণতন্ত্রের শক্তি সবথেকে বেশি। জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা।” টুইট করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, “দেশের স্বার্থে রাজনৈতিক বিভেদ সরিয়ে রাখার পথিকৃত অটলবিহারী বাজপেয়ী।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement