Advertisement
Advertisement

খোদ প্রধানমন্ত্রীর সই জাল! উদ্বিগ্ন পিএমও

তবে, প্রধানমন্ত্রীর সই জাল করে সোশ্যাল মিডিয়ায় কে, বা কারা এই আবেদনপত্রগুলি প্রকাশ করেছে সেবিষয়ে পিএমও-র তরফ থেকে কোনও কিছুই এখনও জানানো হয়নি৷

PM NArendra Modi's signature forged! PMO worried
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 1, 2016 2:26 pm
  • Updated:September 1, 2016 2:26 pm  

নন্দিতা রায়: সই নকল করা বা সই কারচুপির বহু ঘটনায় আমাদের দেশে আকছার ঘটছে৷ তাতে নতুন কোনও কিছুই নেই৷ তা বলে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নকল সই ! এই ঘটনা যে ঘটেছে তা স্বয়ং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই জানা গিয়েছে৷ বুধবার, প্রধানমন্ত্রীর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউণ্ট পিএমও ইন্ডিয়াতে জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী স্বাক্ষর সম্বলিত কয়েকটি আবেদন সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করা হয়েছে৷ এগুলি ভুয়া৷” ট্যুইটারে মোদির সই সম্বলিত এমন একটি ভুয়া আবেদনপত্রের নমুনাও তুলে দেওয়া হয়েছে৷ কথায় বলে, বিষে বিষে বিষক্ষয়৷ আর এখানেও প্রধানমন্ত্রীর দপ্তর সেই একই রাস্তায় হেঁটেছে৷ সোশ্যাল মিডিয়াতে নকল সই ছড়িয়ে পড়েছে৷ তা আটকাতেও তাই এখানেও সোশ্যাল মিডিয়া ট্যুইটারকে ব্যবহার করা হয়েছে৷ তবে, প্রধানমন্ত্রীর সই জাল করে সোশ্যাল মিডিয়ায় কে, বা কারা এই আবেদনপত্রগুলি প্রকাশ করেছে সেবিষয়ে পিএমও-র তরফ থেকে কোনও কিছুই এখনও জানানো হয়নি৷ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সাইবার অপরাধ শাখা ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করে দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷

অবশ্য, প্রধানমন্ত্রীর সই জাল করার ঘটনা কোনও নতুন বিষয় নয়৷ মাসখানেক আগেই ঝাড়খন্ডের এক বাসিন্দা মোদির সই জাল করা চিঠি দেখিয়ে সিবিআই-র হাতে ধরা পড়েছে৷ সেবার প্রধানমন্ত্রীর সই জাল করার ঘটনা ঘটলেও তা একজন্য ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল৷ বিষয়টি এবারে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরেই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে নড়েচড়ে বসেন পিএমও কর্তারা৷ আগের ঘটনার প্রধানমন্ত্রী দপ্তর থেকে খোদ মোদির সই করা আমন্ত্রণপত্র দেখিয়ে দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গান গাইতে আসার দাবি করেছিলেন ঝাড়খন্ডের বোকারোর বাসিন্দা জনৈক স্বরাজ কুমার রায়৷ সেই সময়ই সিবিআই ঘটনার তদন্ত করতে গিয়ে বোকারো তো বটেই এমনকি রায়ের আরেক বাসস্থান বাংলার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে তল্লাশি চালিয়ে প্রধানমন্ত্রী জাল সই করা বেশ কিছু কাগজপত্রও পেয়েছিল৷ সেবারে সিবিআই-র হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছিল৷ তারাই এই ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিল৷ কিন্তু এবারের ঘটনায় এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম খুঁজে পাওয়া যায়নি বলেই অনুমান করা হচ্ছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement