নন্দিতা রায়, নয়াদিল্লি: রেশন ডিলারদের স্বার্থরক্ষায় কেন্দ্রের বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদি। এবার জানা গেল, তাঁদের সেই বিক্ষোভ শুধু দিল্লিতে সীমাবদ্ধ থাকছে না। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে দিতে চাইছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। এবং সেই উদ্দেশেই বাংলায় আসছেন সংগঠনের সহ-সভাপতি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi)।
পেশায় রেশন ডিলার (Ration Shop Owner) প্রহ্লাদ কেন্দ্র সরকারের পক্ষ থেকে ডিলারদের যে কমিশন দেওয়া হয় তা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলেছেন বলে খবর। কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী বাদল অধিবেশেনর সময় সংসদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। তাতে অংশগ্রহণ করতে চলেছেন প্রহ্লাদ মোদি। তবে তার আগেই কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে বাংলায় আসবেন তিনি।
জানা গিয়েছে, জুলাই মাসের মাঝামাঝিই মমতার (Mamata Banerjee) রাজ্যে পা রাখবেন মোদির ভাই। বাংলার মাটিতে দাঁড়িয়েই মোদির নীতির বিরুদ্ধে সরব হবেন তিনি। ঘটনাচক্রে প্রধানমন্ত্রীর ভাই যখন কেন্দ্রের রেশন ব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নামছেন, তখনই আবার মমতা সরকারের রেশন ব্যবস্থার প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব নাগরিককে রেশন দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই মডেলের প্রশংসা করেছেন তিনি।
দাদা মোদির সঙ্গে প্রহ্লাদের মতানৈক্য অনেক দিনের। আগেও তিনি মোদি সরকারে বিরুদ্ধে মুখ খুলেছেন। এবারে অবশ্য তাতে খানিকটা সংযম দেখালেও নিজের পেশার খাতিরে তিনি যে দাদা নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে যেতে রাজি সেকথা গোপন করেননি তিনি। বর্তমানে কেজি প্রতি ২০ পয়সা কমিশন দেওয়ার ব্যবস্থা মানতে রাজি নন তিনি। কেন্দ্রকে দেশের সমস্ত রেশন ডিলারদের কেজি প্রতি ৪ টাকা ৪০ পয়সা কমিশন দিতে হবে বলে দাবি জানিয়েছেন প্রহ্লাদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.