Advertisement
Advertisement
Prahlad Modi

পথ দুর্ঘটনার কবলে মোদির ভাই প্রহ্লাদ ও পরিবারের ৫ সদস্য, নিয়ে যাওয়া হয় হাসপাতালে

মাইসুরুর কাছে দুর্ঘটনায় পড়ে প্রহ্লাদের গাড়ি।

PM Narendra Modi's Brother Prahlad Modi Injured In Car Accident Near Mysuru | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 27, 2022 5:09 pm
  • Updated:December 27, 2022 5:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে (Karnataka) দুর্ঘটনগ্রস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi)। মঙ্গলবার দুপুরে সপরিবারে বান্দিপুরাতে (Bandipura) যাওয়ার পথে প্রহ্লাদের মার্সিডিজ বেঞ্জ (Mercedes Benz) দুর্ঘটনায় পড়ে। আহত হয়েছেন মোদির ভাই। ঘটনার সময় গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বউ ও নাতি। সকলেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বান্দিপুরা যাওয়ার পথে কর্ণাটকের মাইসুরুর (Mysuru) কাছে দুর্ঘটনায় পড়ে প্রহ্লাদের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ কোনওভাবে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এতেই গাড়ির সামনের অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে কমবেশি সকলেই আহত হয়েছেন। আহত হয়েছেন মোদির ভাই প্রহ্লাদ। তাঁর স্ত্রী, ছেলে, ছেলের বউও আহত হয়েছেন। তবে সবেচেয়ে বেশি আঘাত পেয়েছে প্রহ্লাদের নাতি। তার পা ভেঙেছে বলে জানা গিয়েছে। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সকলকে।

Advertisement

[আরও পড়ুন: উৎসবের ক্যালেন্ডার ২০২৩: জেনে নিন কবে দোল, দুর্গাপুজো, দিওয়ালি, ইদ]

উল্লেখ্য, ভাই হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী প্রহ্লাদ। গত আগস্টে দাদার বিরোধিতায় তৃণমূল (TMC) নেতাদের সঙ্গে হাত মেলান প্রহ্লাদ মোদি। সদলবলে দিল্লিতে (Delhi) দেখা করেছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandyopadhyay) সঙ্গে। এর আগে দিল্লির যন্তর-মন্তরে ধরনায় বসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রেশন ডিলারদের বঞ্চনার অভিযোগ করতে দেখা গিয়েছিল প্রহ্লাদ মোদিকে। এরপরেই নিজেদের সমস্যা সমাধানে তৃণমূলের দুয়ারে হাজির হয়ে প্রধানমন্ত্রীর ভাই কেন্দ্র সরকারকে বার্তা দিয়েছিলেন। তবে প্রহ্লাদ সবসময়েই বলে থাকেন, তিনি তাঁর ভাইয়ের বিরুদ্ধে নন, তাঁদের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে।

[আরও পড়ুন: পথ দুর্ঘটনার কবলে মোদির ভাই প্রহ্লাদ ও পরিবারের ৫ সদস্য, নিয়ে যাওয়া হয় হাসপাতালে]

এর আগে জিএসটি নিয়েও দাদার বিরোধিতা করেছিলেন প্রহ্লাদ। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে রেশন ব্যবসায়ীদের পরামর্শ  দিয়েছিলেন, নিজেদের দাবি-দাওয়া সঠিকভাবে সরকারের কাছে তুলে ধরুন। তারপরও যদি সরকার আপনাদের দাবি না মানে, তাহলে জিএসটি (GST) দেবেন না। প্রধানমন্ত্রীর ভাইয়ের এই বিদ্রোহে রীতিমতো অস্বস্তিতে ফেলেছিল বিজেপি (BJP) সরকারকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement