Advertisement
Advertisement
PM Narendra Modi

জনপ্রিয়তা তুঙ্গে! বছর শেষে ফের রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কী করলেন প্রধানমন্ত্রী?

Bengali news: PM Narendra Modi's '9 pm 9 minute' tweet makes record | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 8, 2020 10:26 pm
  • Updated:December 8, 2020 10:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে ফের রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মহামারীর মাঝেই তাঁর করা একটি টুইট এক লক্ষেরও বেশিবার রিটুইট হয়েছে। যা চলতি বছরে দেশের মধ্যে সর্বোচ্চ। এই রেকর্ড এখনও পর্যন্ত কোনও ভারতীয় রাজনীতিবিদের নেই।

মঙ্গলবার টুইটারের তরফে এই তথ্য সামনে এসেছে। যেখানে জানানো হয়েছে গত ৫ এপ্রিল করা প্রধানমন্ত্রীর একটি টুইট ১ লক্ষ ১৮ হাজার বার রিটুইট হয়েছে। লাইক করেছেন ৫ লক্ষ ১৩ হাজার ৩০০ জন। টুইটারের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ভারতে প্রধানমন্ত্রীর এই টুইটটিই সবচেয়ে বেশিবার রিটুইট (Retweet) হয়েছে। কিন্তু কী এমন ছিল টুইটটিতে (Tweet)?

Advertisement

[আরও পড়ুন : শিশুদের পড়ার বোঝা কমানোর উদ্যোগ, দ্বিতীয় শ্রেণি পর্যন্ত হোমওয়ার্কে ‘না’ কেন্দ্রের]

মার্চ-এপ্রিলে ভারতে করোনার সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী। সেই সংক্রমণের শৃঙ্খল ভাঙতে দেশজুড়ে লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর মাঝেমধ্যে কোভিড যোদ্ধাদের সম্মান জানাতে দেশবাসীকে একাধিক টাস্ক দিতেন। কখনও তাঁদের উদ্দেশে হাততালি দিতে বলেছিলেন তো কখনও মোমবাতি জ্বালাতে। তবে সবচেয়ে বেশি চর্চায় এসেছিল এপ্রিল মাসের প্রথম সপ্তাহের টাস্কটি। কী সেই কাজ?

৫ এপ্রিল রাত ন’টায় ৯ মিনিট ধরে নিজের বাড়িতে প্রদীপ বা মোমবাতি জ্বালাতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ডাকে বিপুল সাড়া মিলেছিল। সেদিন নিজের বাসভবনে প্রদীপ জ্বালানোর ছবি টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে লিখেছিলেন শুভ করোতি কল্যাণম আরোগ্য, ধনসম্পদ, শত্রুবুদ্ধি বিনাশয়, দীপজ্যোতি নমস্তুতে। তার এই টুইটটি ইতিহাস তৈরি করে দিয়েছে। কেউ কেউ তার তুমুল সমালোচনা করেছিলেন। ট্রোল করেছিলেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। সবমিলিয়ে তাঁর এই টুইটটি সবচেয়ে বেশি চর্চিত হয়েছিল সেই সময়। 

[আরও পড়ুন : নজিরবিহীন সিদ্ধান্ত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে থাকবেন? প্রকাশ্যে জনতার রায় চাইবেন বিপ্লব দেব]

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এমনিতেই টেকস্যাভি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি সক্রিয়। টুইটারে ফলোয়ারের নিরিখে আপাতত প্রথম তিনজন রাজনীতিবিদের মধ্যেই রয়েছেন তিনি। এবার ফের নতুন রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement