সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে ফের রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মহামারীর মাঝেই তাঁর করা একটি টুইট এক লক্ষেরও বেশিবার রিটুইট হয়েছে। যা চলতি বছরে দেশের মধ্যে সর্বোচ্চ। এই রেকর্ড এখনও পর্যন্ত কোনও ভারতীয় রাজনীতিবিদের নেই।
মঙ্গলবার টুইটারের তরফে এই তথ্য সামনে এসেছে। যেখানে জানানো হয়েছে গত ৫ এপ্রিল করা প্রধানমন্ত্রীর একটি টুইট ১ লক্ষ ১৮ হাজার বার রিটুইট হয়েছে। লাইক করেছেন ৫ লক্ষ ১৩ হাজার ৩০০ জন। টুইটারের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ভারতে প্রধানমন্ত্রীর এই টুইটটিই সবচেয়ে বেশিবার রিটুইট (Retweet) হয়েছে। কিন্তু কী এমন ছিল টুইটটিতে (Tweet)?
মার্চ-এপ্রিলে ভারতে করোনার সংক্রমণের গতি ঊর্ধ্বমুখী। সেই সংক্রমণের শৃঙ্খল ভাঙতে দেশজুড়ে লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর মাঝেমধ্যে কোভিড যোদ্ধাদের সম্মান জানাতে দেশবাসীকে একাধিক টাস্ক দিতেন। কখনও তাঁদের উদ্দেশে হাততালি দিতে বলেছিলেন তো কখনও মোমবাতি জ্বালাতে। তবে সবচেয়ে বেশি চর্চায় এসেছিল এপ্রিল মাসের প্রথম সপ্তাহের টাস্কটি। কী সেই কাজ?
৫ এপ্রিল রাত ন’টায় ৯ মিনিট ধরে নিজের বাড়িতে প্রদীপ বা মোমবাতি জ্বালাতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ডাকে বিপুল সাড়া মিলেছিল। সেদিন নিজের বাসভবনে প্রদীপ জ্বালানোর ছবি টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। সঙ্গে লিখেছিলেন শুভ করোতি কল্যাণম আরোগ্য, ধনসম্পদ, শত্রুবুদ্ধি বিনাশয়, দীপজ্যোতি নমস্তুতে। তার এই টুইটটি ইতিহাস তৈরি করে দিয়েছে। কেউ কেউ তার তুমুল সমালোচনা করেছিলেন। ট্রোল করেছিলেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। সবমিলিয়ে তাঁর এই টুইটটি সবচেয়ে বেশি চর্চিত হয়েছিল সেই সময়।
शुभं करोति कल्याणमारोग्यं धनसंपदा ।
शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तुते ॥ pic.twitter.com/4DeiMsCN11— Narendra Modi (@narendramodi) April 5, 2020
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এমনিতেই টেকস্যাভি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি সক্রিয়। টুইটারে ফলোয়ারের নিরিখে আপাতত প্রথম তিনজন রাজনীতিবিদের মধ্যেই রয়েছেন তিনি। এবার ফের নতুন রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.