Advertisement
Advertisement

Breaking News

PM Modi invites Sunita Williams

ব্যোমযাত্রী সুনীতাকে চিঠি মোদির, ‘হৃদয়ের কাছের মানুষ’কে ভারতে আসার আমন্ত্রণ

ভারতীয় সময় রাত তিনটের আশপাশের সময়ে ফ্লোরিডায় নামার কথা সুনীতার।

PM Narendra Modi invites to NASA astronaut Sunita Williams

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:March 18, 2025 2:56 pm
  • Updated:March 18, 2025 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে পাড়ি দিয়েছেন সুনীতা উইলিয়মস (Sunita Williams) ও বুচ উইলমোর। ভারতীয় সময় বুধবার রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার উপকূলের জলভাগেই অবতরণ করবে তাঁদের রকেট। তাঁদের ফেরার অপেক্ষায় গোটা বিশ্ব। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীকে আমন্ত্রণ জানালেন ভারতে আসার। চিঠি লিখে জানালেন, ‘আপনি যতই বহু মাইল দূরে থাকুন, আমাদের হৃদয়ের খুব কাছেই থাকবেন।’ সেই সঙ্গেই লিখলেন, ‘এদেশের অন্যতম বর্ণময় কন্যাকে আমন্ত্রণ জানাতে পারলে তা এদেশের জন্য গৌরবের হবে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের জুনে মার্কিন সংস্থা স্টারলাইনারের রকেটে চড়ে মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন নাসার দুই অভিজ্ঞ নভোচর সুনীতা উইলিয়মস, বুচ উইলমোর। কথা ছিল, আটদিন পরই ফিরবেন। কিন্তু রকেটে যান্ত্রিক ত্রুটির কারণে সেই ৮ দিন গড়ায় ৯ মাসে! সবশেষে মহাশূন্যে বন্দিদশা কাটিয়ে এলন মাস্কের পাঠানো ফ্যালকন নাইন রকেটে সুনীতা এবং বুচ মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে পাড়ি দিয়েছেন পৃথিবীর পথে। 

Advertisement

নাসার সময় সরণী অনুযায়ী, মঙ্গলবার রাত ৯টা ১১ নাগাদ (ভারতীয় সময় রাত ২ টো ৪১) পৃথিবীর কক্ষপথে ঢুকে আবর্তন শুরু করার কথা সুনীতাদের রকেটের। এরপর রাত প্রায় ৯.৫৭ (ভারতীয় সময় রাত ৩.২৭) ফ্লোরিডার উপকূলে জলভাগে ধীরে ধীরে নামবে ফ্যালকন নাইন ক্যাপসুল। সব ঠিক থাকলে সময় ধরে সফলভাবেই রকেট থেকে বেরিয়ে ভূপৃষ্ঠে পা রাখবেন দুই নভোচর। তাঁদের নিয়ে উৎসবে মাততে তৈরি সহকর্মীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub