Advertisement
Advertisement
PM Narendra Modi

নজরে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা, ডঃ ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে মনে করালেন মোদি

বৃহস্পতিবার রাত ৯টার পর ঢাকার বঙ্গভবনে শপথ নেন ডঃ মহম্মদ ইউনুস ও তাঁর ১৩ সহযোগী। তার পরই X হ্যান্ডলে তাঁকে শুভেচ্ছা জানিয়ে হিন্দুদের নিরাপত্তার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি।

PM Narendra Modi wishes Dr. Muhammad Yunus after he took charge of Interim Govt in Bangladesh
Published by: Sucheta Sengupta
  • Posted:August 8, 2024 11:48 pm
  • Updated:August 8, 2024 11:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পালাবদল হয়েছে প্রতিবেশী দেশে। দীর্ঘ হাসিনা জমানার অবসানে নতুন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে বাংলাদেশে। সে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুস সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন। আর তার পরই বাংলাদেশে স্থিতাবস্থা ফেরার আশা ব্যক্ত করে ডঃ ইউনুসকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন X হ্যান্ডলে শুভেচ্ছাবার্তায় তিনি ভারত-বাংলাদেশ যৌথভাবে কাজের অঙ্গীকারের কথাও উল্লেখ করেছেন।

[আরও পড়ুন: হাসিনা অতীত, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নোবেলজয়ী ইউনুসের]

সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের গতিপ্রকৃতি বাংলাদেশের (Bangladesh দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সরকারকেই ভেঙে ফেলেছে। এ এক নজির বটে! শেখ হাসিনা (Sheikh Hasina)পদত্যাগ করে দেশত্যাগী হয়েছেন। আন্দোলনকারীদের দাবিমতো নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুসকে প্রধান করে সরকার গঠনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। সেইমতো বৃহস্পতিবার রাত ৯টার পর ঢাকার বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান হয়। ইউনুস ও তাঁর ১৩ জন সহযোগীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। এর পরই তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠালেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। X হ্যান্ডলে তিনি লেখেন, ”অধ্যাপক মহম্মদ ইউনুস নতুন দায়িত্ব নিলেন। তাঁকে আমার শুভেচ্ছা। দেশে দ্রুত স্থিতাবস্থা ও স্বাভাবিক ছন্দ ফিরে আসবে বলে আশা রাখি। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের নিরাপত্তা নিশ্চিত হবে। দুদেশের উন্নয়ন, বন্ধুত্ব, শান্তি বজায় রাখার স্বার্থে পূর্বপ্রতিশ্রুতিমতো একযোগে কাজে ভারত সদা প্রস্তুত।”

Advertisement

সাম্প্রতিক অশান্তির পরিবেশে যেভাবে ঘনঘন বাংলাদেশে হিন্দুরা (Hindu) আক্রান্ত হচ্ছে, যেভাবে অবাধ লুটপাট চলছে, মন্দির ভাঙচুরের ঘটনা ঘটছে, তা নিয়ে যথেষ্ট উদ্বেগে নয়াদিল্লি। এখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। দায়িত্বে এসেছেন ইউনুস (Muhammad Yunus)। তিনি অবশ্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিয়েছেন আগেই। আর শপথগ্রহণের পর শুভেচ্ছাবার্তার মাধ্যমে ঠিক সেই কথাই তাঁকে মনে করিয়ে দিলেন মোদি। বোঝালেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখলেও ভারতের কাছে অগ্রাধিকার পাচ্ছে হিন্দুদের নিরাপত্তা।

[আরও পড়ুন: রূপের আগুনে সতীর্থদের ধ্যানভঙ্গ! গেমস ভিলেজ থেকে বিতাড়িত সুন্দরী সাঁতারু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement