Advertisement
Advertisement

Breaking News

PM Narendra Modi-CM Mamata Banerjee

‘দিদির দীর্ঘায়ু, সুস্থতা কামনা করি’, জন্মদিনে মমতাকে শুভেচ্ছা মোদির

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

PM Narendra Modi wishes CM Mamata Banerjee on her birthday | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 5, 2024 3:06 pm
  • Updated:January 5, 2024 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায়-কলমে আজ, ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) জন্মদিন। আর এই বিশেষ দিনে সমস্ত রাজনৈতিক মতানৈক্য ভুলে তাঁকে ‘দিদি’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এদিন সোশাল মিডিয়ায় মমতার উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন তিনি।

সরকারি নথি অনুযায়ী, ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই হিসেবে ৬৯ বছর পেরিয়ে গেলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তবে সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ৫ জানুয়ারি হলেও, এই দিনটিতে তাঁর ‘আসল’ জন্মদিন নয়। নিজের লেখা ‘একান্তে’ বইতেই আসল জন্মদিনের কথা নেত্রী লিখেছেন কোনও রাখঢাক না রেখে। নিজের জীবন নিয়ে অকপটে অনেক কথাই তিনি প্রকাশ করেছেন। ‘একান্তে’ বইয়ের ৮৪ নং পাতার শুরুতেই লেখা – ”মা’র কথানুযায়ী দুর্গাপূজার মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় আমার জন্ম। এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পর নাকি বৃষ্টি থেমে যায়।”

Advertisement

[আরও পড়ুন: ‘বন্দুক থাকে না? চালাতে পারো না?’, সন্দেশখালি কাণ্ডে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়]

শুক্রবার সকালে দলীয় নেতৃত্বের সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন।  দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh) X হ্যান্ডলে শুভেচ্ছাবার্তা দিয়েও অবশ্য উল্লেখ করেছেন, নেত্রীর আসল জন্মদিন দুর্গাষ্টমীতে। তাঁর মা সেই দিনটাই মানতেন।  তবু প্রতি বছর ৫ জানুয়ারির দিনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হিসেবে পালিত হয়।

[আরও পড়ুন: কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ‘জঙ্গি সংগঠনের’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement