Advertisement
Advertisement

Breaking News

Abu Dhabi Hindu Temple

আবু ধাবিতে তৈরি প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন মোদি

আগামী ১৪ ফেব্রুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi will Inaugurate Abu Dhabi Hindu Temple। Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:December 28, 2023 9:25 pm
  • Updated:December 28, 2023 9:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবু ধাবিতে তৈরি হয়েছে প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরশাহীর সেই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার সেই মন্দিরের উদ্বোধনও করবেন তিনিই। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি মোদির হাতেই উদ্বোধন হবে মন্দিরটির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী আবু ধাবি যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমী। সেই পবিত্র দিনটিকেই বেছে নেওয়া হয়েছে উদ্বোধনের জন্য। সকালে হবে মূর্তি প্রতিষ্ঠা। এর পর সন্ধেয় হবে একটি বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন মোদি। উল্লেখ্য, ২০১৮ সালে এই মন্দিরের শিলান্যাসও হয়েছিল প্রধানমন্ত্রীর হাতেই। তাঁকে মালা ও গেরুয়া শাল পরানো হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশ্বিনীকুমার চৌবে-সহ ইন্ডিয়া পিপলস ফোরাম দুবাইয়ের প্রতিনিধিরাও। ২০২০ সালে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। মোট ৫৫ হাজার বর্গমিটার জমিতে তৈরি হয়েছে মন্দিরটি।

Advertisement

[আরও পড়ুন: ফাঁসি রদ কাতারে বন্দি ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর!]

মন্দিরটির বিশেষত্ব হল তা আবু ধাবিতে নির্মিত গঙ্গা, যমুনা ও সরবস্বতীর কাল্পনিক সঙ্গমস্থলে নির্মিত। এটিই সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম হিন্দু মন্দির। ১৮ ফেব্রুয়ারি থেকে তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

[আরও পড়ুন: হিন্দু নই তো কী! দেড় হাজার কিমি পায়ে হেঁটে অযোধ্যায় রামভক্ত শবনম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement